দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে কুয়াশার কবলে বাস দুর্ঘটনা, আহত ৪৫ জন ভক্ত

আজ এখন নিউজ ডেস্ক, 2 জানুয়ারি: রাজস্থানের দৌসা জেলার দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার ভোরে উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে দিল্লিগামী একটি স্লিপার বাস ৪৫ জন ভক্ত নিয়ে যাত্রা করছিল। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় এক্সপ্রেসওয়ের ১৪৮ নম্বর পিলারের কাছে বাসটি একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

তদন্তে জানা গেছে, দুর্ঘটনার আগে ওই স্থানে একটি ট্রাক ও ট্রেলারের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এরপর পিছন থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাসের সামনের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় হতভম্ব অবস্থায় পড়েন।

অন্তত ২০ জন আহত যাত্রীকে দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরে পাঠানো হয়েছে। আরও কয়েকজন যাত্রী চিকিৎসার জন্য দিল্লি ও নয়ডায় গেছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয় নাঙ্গল রাজাওয়াতন থানার পুলিশ এবং দৌসা থেকে ডাকা হয় পাঁচটি অ্যাম্বুলেন্স।

এই দুর্ঘটনা আবারও এক্সপ্রেসওয়ের সুরক্ষা ব্যবস্থার ঘাটতির দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষত, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বাড়তি সতর্কতা এবং গতি নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। চালকদের পাশাপাশি যাত্রীদেরও সিট বেল্ট ব্যবহার এবং অন্যান্য সুরক্ষা নিয়ম মেনে চলা উচিত।