বাইকে চড়ছে উট, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

আজ এখন নিউজ ডেস্ক, 3 ডিসেম্বর: ‘পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়’ এই প্রবাদটি সহ ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখলে সাধক কবিরের লাইন “কবিরা, এই পৃথিবীতে হরেক রকমের মানুষ আছে” এর অর্থ খুব ভালোভাবে বোঝা যাবে। নেট দুনিয়ায় সম্প্রতি একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সংশ্লিষ্ট ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুই যুবক তাদের বাইকে একটি উটকে বসিয়ে নিয়ে ঘুরতে বের হয়েছে। যা দেখে রীতিমত সবার চোখ কপালে! মজার এবং অনন্য এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুই যুবক একটি বাইকে যাচ্ছে। তারা তাদের বাইকের মাঝখানে একটি উট বসিয়ে রেখেছে। উটের পা গলার কাছে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, যাতে সে একসায়গায় স্থির থাকে। তবে আশ্চর্যের বিষয় হল, এই অদ্ভুত রাইডের কারণে উট বা বাইকারদের কেউই কোনো সমস্যায় পড়ছেন না। বাইকটি রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলছে, তাদের পিছনে অন্য একজন বাইক চালানোর সময় এই দৃশ্য ক্যামেরায় বন্দী করছেন।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ রমেশ মীনা নামে একজন ব্যবহারকারী শেয়ার করেছেন। যা হাজার হাজার মানুষ দেখেছেন। ভিডিওটিতে শত শত লাইক ও কমেন্ট এসেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “উটটিকে বাইকে কীভাবে বসানো হল?” অপরদিকে আরেকজন আবার লিখেছেন, “আজই প্রথম দেখলাম একটা উট নাকি বাইক চালাচ্ছে।” একই সঙ্গে কেউ কেউ এ নিয়ে আবার ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘পশুদের এভাবে হয়রানি করা উচিত নয়।’