বনগাঁ সীমান্ত গ্রামে বসানো হচ্ছে সিসিটিভি! বাংলাদেশ থেকে সমানে ঢুকছে জঙ্গিরা

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২৭ ডিসেম্বর: বাংলাদেশে এখন চলছে অশান্ত পরিবেশ। এবং ভারত বাংলাদেশ সীমান্তে জঙ্গি হামলার আশঙ্কা বেশ বেড়েছে। একাধিক বাংলাদেশিরা অতি সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছেন। গতকাল কলকাতার পার্ক স্ট্রিট থেকে এক বাংলাদেশিকে পাকড়াও করা হয়েছে।এই আবহে বড় পদক্ষেপ নিল বনগাঁর সীমান্ত লাগোয়া ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত। এলাকায় সিসিটিভিতে নজরদারি শুরু হল।

পেট্রাপোল সীমান্ত এলাকায় বহু মানুষ আসা-যাওয়া করে। এবং ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকা হওয়ায় এই পঞ্চায়েতেও চাপা আতঙ্ক দেখা দিয়েছে। যার জেরে জঙ্গিরা ভারতে ঢুকে পড়ায় সেইখানকার বাসিন্দাদের তাড়া করছে। পুলিশ-প্রশাসনও এলাকায় সতর্ক। বিভিন্ন জায়গায় টহলদারিও চালাচ্ছেন পুলিশ কর্মীরা। সেই নজরদারি আরও বাড়াতে এই সিসিটিভি লাগানো হল বলে খবর। পেট্রাপোল এলাকার যশোর রোডের জয়ন্তীপুর বাজার, হরিদাসপুর বাজার সহ একাধিক এলাকায় ৫০ টি ক্যামেরা বসানো হল। এই কাজ এখনও অবধি ছয় লক্ষ টাকা ব্যয় হয়েছে।

অশান্ত বাংলাদেশ আবহে ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের পরিবেশো বেশ কিছুটা বদলেছে। এই এলাকাতেও বাংলাদেশ থেকেন বহু মানুষ যাতায়াত করেন। তাঁর উপর জাল পাসপোর্ট ও অন্যান্য পরিচয়পত্রের চক্রের সন্ধান মিলেছে খোদ বনগাঁ এলাকাতেই। দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ফলে সাধারণ মানুষদের মধ্যেও অপরিচিতদের প্রতি সন্দেহ দেখা দিচ্ছে। এলাকায় নজরদারি আরও বাড়ানোর প্রয়োজন। কোনও অস্বাভাবিকতা দেখলেই যাতে দ্রুত পদক্ষেপ করা হয়, সেজন্য প্রাথমিকভাবে এই ব্যবস্থা করা হল। পুলিশ তাদের কাজ করছে। পাশাপাশি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতও এলাকার নিরাপত্তার স্বার্থে নজরদারি বাড়াতে চায়। আগামী দিনে আরও সিসিটিভি লাগানো হতে পারে। সেই কথা জানাচ্ছেন বনগাঁ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রসেনজিত ঘোষ। এই পদক্ষেপে খুশি এলাকার বাসিন্দা, ব্যবসায়ী অখিল ঘোষ, সন্তোষ ঘোষ। অনুপ্রবেশ ও জঙ্গি আতঙ্ক, জাল পাসপোর্টচক্র তাঁদেরও দুশ্চিন্তা বাড়িয়েছে।