ভারতকে চাপে ফেলার ষড়যন্ত্র! পাকিস্তানকে ৪০টি যুদ্ধবিমান দিচ্ছে ‘বন্ধু’ চিন

আজ এখন ডেস্ক, 26 ডিসেম্বর: ভারতকে চাপে ফেলার জন্য বিশাল ষড়যন্ত্র করছে চিন! এবার পাকিস্তানকে ৪০টি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট দিতে চলছে ‘বন্ধু’ চিন। এই অত্যাধুনিক যুদ্ধবিমান রাডারে প্রায় অদৃশ্য। ফলে সহজেই ‘শত্রুপক্ষে’র চোখে ধুলো দিতে পারে এই জেটগুলো। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের কথা অজানা নয় চিনের। ইসলামাবাদের হাতে যুদ্ধবিমান তুলে দিয়ে দিল্লিকেই চাপে ফেলতে চায় এই কমিউনিস্ট দেশটি। চিনের উন্নত সামরিক বিমানগুলোর মধ্যে অন্যতম জে-৩৫এ স্টেলথ ফাইটার জেট। যা পেতে মরিয়া পাকিস্তান। কয়েকদিন আগেই এই যুদ্ধবিমান কেনা নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হয়। চুক্তি সম্পন্ন হলে আগামী দুবছরের মধ্যে ইসলামাবাদের হাতে চলে আসবে ৪০টি জে-৩৫এ ফাইটার জেট। এই মুহূর্তে পাকিস্তানের কাছে রয়েছে মার্কিন এফ-১৬ ও ফরাসি মিরাজ ফাইটার জেট। কিন্তু ভারতের রাফালে যুদ্ধবিমানগুলোর মোকাবিলা করার জন্য সেগুলো যথেষ্ট পুরোনো। জানা গিয়েছে, এই চুক্তি চূড়ান্ত হলে বিশ্বে পাকিস্তানই প্রথম দেশ হবে, যাদের কাছে বেজিংয়ের স্টেলথ জে-৩৫এ ফাইটার জেটের স্কোয়াড্রন থাকবে।