পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের ৫০ বছরের পুরনো খেলার মাঠ দখল নিয়ে বিতর্ক

আজ এখন নিউজ ডেস্ক, 12 জানুয়ারি: পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের উদয়ন সংঘ ক্রিকেট ময়দানের একাংশ দখল নিয়ে তীব্র বিরোধ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, মাঠের একটি অংশ বিক্রি করে সেখানে বাড়ি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। তবে গ্রামের খেলা-প্রেমী বাসিন্দারা এই উদ্যোগ আটকে দিয়েছেন। স্থানীয়দের দাবি, প্রায় ৫০ বছরের পুরনো এই মাঠ বহু প্রজন্মের খেলার কেন্দ্র। দীর্ঘদিন ধরে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলার অনুশীলন চলে আসছে এখানে। কিংবদন্তি ক্রিকেটার অরুণ লালও এই মাঠে এসেছেন একসময়। যদিও সাম্প্রতিক বছরগুলোতে ক্রিকেট টুর্নামেন্টগুলি কিছুটা বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ১৯৯২ সালে মাঠের একটি অংশে পাঁচিল নির্মাণ করা হয়েছিল। কিছুদিন আগে সেই পাঁচিলের একটি অংশ ভেঙে দু’কাঠা জমি বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। ক্রেতা নির্মাণকাজ শুরু করলে, খেলার মাঠ বাঁচাতে স্থানীয়রা তা বন্ধ করে দেন। এরপর পাণ্ডবেশ্বর ভূমি ও ভূমি সংস্কার দফতর এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ৯ জানুয়ারি ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা মাঠ পরিদর্শনে আসেন। এর আগে পাণ্ডবেশ্বর থানার আধিকারিকরাও পরিস্থিতি খতিয়ে দেখেছেন। ভূমি ও ভূমি সংস্কার দফতরের পাণ্ডবেশ্বর ব্লকের বিএলএলআরও দীপঙ্কর সাহা জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে।

জমির দাবি করা মালিক প্রশান্ত চট্টরাজ এই প্রসঙ্গে জানান, তাঁদের পারিবারিক সাত বিঘা জমিতে বহুদিন ধরে স্থানীয় ছেলেরা খেলাধুলা করছিল। তবে প্রয়োজন না থাকায় তাঁরা এতদিন কোনো আপত্তি জানাননি। সম্প্রতি দুই কাঠা জমি বিক্রি করেছেন এবং বাকি জমি নিজেদের অধিকারেই রাখতে চান। প্রশাসনের সহযোগিতার আবেদনও করেছেন তাঁরা। অপরদিকে, গ্রামবাসীদের একাংশ অভিযোগ তুলেছেন, জমি দালাল চক্রের চাপে মাঠের জমি বিক্রির চেষ্টা চলছে। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, কোনোভাবেই এই মাঠের জমি বেসরকারি কাজে ব্যবহার করতে দেবেন না।