কক্সবাজারে জেলাশাসকের নতুন নির্দেশ! বর্ষবরণের রাতে ফাটবে না কোন ধরনের আতশবাজি

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ২৮ ডিসেম্বর: মুহাম্মদ ইউনূসের সরকারের পুলিশ জারি করলেন, যে পালাবদলের বাংলাদেশে এ বার বর্ষবরণের উৎসবে আতশবাজি ফাটানো হবে না। ‘থার্টি ফার্স্ট নাইট’ পালনের জন্য কক্সবাজার, টেকনাফ-সহ বিভিন্ন সমুদ্র সৈকতে গান-বাজনার অনুষ্ঠান ও শব্দবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

৩১শে ডিসেম্বর মধ্যরাতে সবাই যে নতুন বছর আসার আনন্দে অনুষ্ঠান করে তা কোনভাবেই করা যাবে না। সমস্ত ধরনের ওই হট্টগোল, আতশ বাজি, কটকা ফাটানো সৈকতে নিষিদ্ধ করা হয়েছে, এমনটাই নির্দেশ দেন কক্সবাজারের জেলাশাসক। মহম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, ৩১ ডিসেম্বর। তবে প্রশাসনের অনুমতি নিয়ে হোটেলে কনসার্টের আয়োজন করেছে তারকারা। এবং সেখানেও পুলিশ নিরাপত্তা খুব বিশেষভাবে পালন করা হবে।

গত ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই ধর্মীয় কট্টরপন্থী দল ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ (‘জামাত’ নামেই যা পরিচিত)-র দাপট ক্রমশ বাড়ছে। ইউনূস সরকারের বিভিন্ন সিদ্ধান্তের উপরেও ১৯৭১-এর মুক্তিযুদ্ধে প্রকাশ্যে পাকিস্তান সেনার পক্ষে কাজ করা জামাতের ‘প্রভাব’ রয়েছে বলে অভিযোগ উঠেছে বাংলাদেশের অন্দরে। কক্সবাজার-টেকনাফ এলাকার বিচ রিসর্ট এবং হোটেলগুলিতে গত তিন দশক ধরেই জনপ্রিয় বর্ষবরণ উৎসব। দেশ-বিদেশের প্রায় দু’লক্ষ পর্যটক এই সময় সমবেত হন সেখানে। কিন্তু এ বার উৎসবের উপর পড়ল অন্তর্বর্তী সরকারের ‘কোপ’।