আজ এখন নিউজ ডেস্ক, 22 জানুয়ারি: ভারতের ক্রিকেট জগতে আলোচিত নাম রিঙ্কু সিং এবার নিজের ব্যক্তিগত জীবনে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। শীঘ্রই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে। ভিন্ন দুই ক্ষেত্রের এই সফল ব্যক্তিত্বের একত্রিত হওয়া ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
প্রিয়া সরোজ উত্তরপ্রদেশের মাছিলিশাহর আসনের ২৬ বছর বয়সী তরুণ সাংসদ। তার বাবা তুফানি সরোজ সমাজবাদী পার্টির একজন প্রভাবশালী নেতা এবং তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬.৫৫ কোটি টাকা। প্রিয়া সরোজ তার রাজনৈতিক ও অ্যাকাডেমিক দক্ষতার জন্য পরিচিত। অন্যদিকে, রিঙ্কু সিংয়ের ক্রিকেট ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছেছে। কলকাতা নাইট রাইডার্স তাকে আইপিএল ২০২৫-এর জন্য ১৩ কোটি টাকায় ধরে রেখেছে।
প্রিয়ার রাজনৈতিক প্রতিভা এবং রিঙ্কুর ক্রিকেটীয় সাফল্যের মেলবন্ধন তাদের সম্পর্ককে করেছে আরও অনুপ্রেরণাদায়ক। দু’জনের জীবনযাত্রার পথ আলাদা হলেও তাদের লক্ষ্য আর পরিশ্রমের ধরণ একটি জায়গায় এসে মিলিত। এই যুগলবন্দি এক নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে সমাজের সামনে। তাদের সম্পর্ক যে শুধু ব্যক্তিগত না, বরং নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।