কুমিরের কান্নায় কৃষকদের কোনো উপকার হবে না, বিরোধী সাংসদের ওপর ক্ষুব্ধ ধনখর

আজ এখন নিউজ ডেস্ক, 4 ডিসেম্বর: সংসদের শীতকালীন অধিবেশনের অষ্টম দিনের কার্যক্রম চলছে। কৃষকদের ইস্যুতে রাজ্যসভায় বেশ হট্টগোল হয়েছে। স্পিকারের আলোচনায় অস্বীকৃতি জানানোয় বিরোধীরা প্রতিবাদ জানায়। এ বিষয়ে চেয়ারম্যান ধনখার বলেন, “কৃষকের কল্যাণ কুমিরের কান্নায় হয় না। আপনি শুধু রাজনীতি করছেন। আপনি সমাধান চান না। কৃষকরাই আপনার শেষ অগ্রাধিকার।”

লোকসভায় উত্থাপিত মুলতুবি রেল প্রকল্পের ইস্যু

কেরালায় অমীমাংসিত রেল প্রকল্পগুলি নিয়ে সংসদ সদস্য হিবি ইডেন লোকসভায় একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। জবাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী হাউসকে বলেন, ‘এটি আংশিকভাবে রাজ্যের জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার কারণে হয়েছে। সাংসদ টি.আর. আলোচনায় যোগ দিয়ে বালুকে তামিলনাড়ু রাজ্যের কিছু মুলতুবি প্রকল্পের দিকে ইঙ্গিত করতে দেখা গেছে।’ সঙ্গে তিনি আরও বলেন, ‘অসম্পূর্ণ রেল প্রকল্পের জন্য রাজ্যকে একা দায়ী করা যাবে না।’

কোন কোন বিষয়ে কংগ্রেস নোটিশ দিয়েছে?

1) কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা এমএসপির জন্য আইনি গ্যারান্টি নিয়ে আলোচনা করার জন্য রাজ্যসভায় নিয়ম 267 এর অধীনে ব্যবসা স্থগিতাদেশ দিয়েছেন।

2) কংগ্রেস সাংসদ বিজয় বসন্ত শহর এলাকায় তাদের গ্রাহকদের কৃষি ঋণ প্রদানের জন্য অনেক ব্যাঙ্কের অস্বীকৃতি নিয়ে আলোচনা করার জন্য লোকসভায় একটি স্থগিত প্রস্তাব উত্থাপন করেছেন।