আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৪ ডিসেম্বর: বন্ধুদের সঙ্গে নিজের পছন্দের জায়গায় ঘুরতে গিয়ে ঘটলো এক দুর্ঘটনা। দার্জিলিং ঘুরতে এসে মৃত্য হল এক যুবতী। তার বন্ধুরা অতিসত্বর তাকে হাসপাতালে নিয়ে যায়। এবং ওইখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে কি বা কিভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো জানতে পারিনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই যুবতী দমদমের অশোকনগরের বাসিন্দা। তার নাম অঙ্কিতা ঘোষ, তোর বয়স ২৮ বছর। বন্ধুদের সঙ্গে প্রথমবার পাহাড়ে ঘুরতে যান। মঙ্গলবার সেখান এসে,রাতে টুমলিঙের একটি হোটেলে ওঠেন। তারা সেখানেই ছিলেন কয়েকদিন। হঠাৎ করে অঙ্কিতা মাঝ রাতে অসুস্থ বোধ করে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, ও যুবতী কোনভাবে বাথরুমে পড়ে গিয়েছে। তার বন্ধুরা খিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে যুবতীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
যুবতীর মৃত্যুর ঘটনায় বুধবার শোকপ্রকাশ করেন পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর জ্যোতি ঘোষ। তিনি বলেন, “মর্মান্তিক ঘটনা। ওই যুবতী সান্দাকফু থেকে ঘুরে টুমলিঙে নেমেছিলেন৷ সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে।”
কয়েকদিন আগে দার্জিলিং থেকে সান্দাকফু ঘুরতে গিয়ে মারা যান এক পর্যটক। তিনি কলকাতার ভবানীপুর এলাকার বাসিন্দা। মৃতের নাম আশিস ভট্টাচার্য। বয়স ৬৫ বছর। প্রাথমিক তদন্তে অনুমান করা হয়, উচ্চতার জেরে রক্তচাপ এবং শ্বাসকষ্টের সমস্যায় মৃত্যু হয় আশিসবাবুর।