মুর্শিদাবাদের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু! দেহ আনতে ঝাড়খন্ড রওনা দিলেন আত্মীয়রা

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,১১ ডিসেম্বর: দুই পরিযায়ী শ্রমিকের আর ঘরে ফেরা হলো না। ঝাড়খন্ডে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবককে। জানা গেছে তারা দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা। গতকাল রাতে পাশের রাজ্য থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটন ঘটে। আজ তাদের দেহ গ্রামে নিয়ে আসা হয়।

স্থানীয় সূত্রে দাবি, ওই মৃত দুই যুবকের নাম ইয়াজদানি ও ব্যারিস্টার। তারা দুজনেই পেশায় রাজমিস্ত্রি ছিলেন। সামসেরগঞ্জের এলিজাবাদ গ্রামে তাঁরা থাকেন। এই রাজমিস্ত্রির কাজেই তাঁরা ঝাড়খণ্ডে যান। মঙ্গলবার বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় প্রতিবেশী রাজ্যের পাকুড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন দুই যুবক। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। বাইক-সহ নয়ানজুলিতে পড়ে যান দুজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাকুড় থানার পুলিশ। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় তারা। দেহ শনাক্তকরণের পর খবর দেওয়া হয় মুর্শিদাবাদের বাড়িতে। কী করে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এদিকে গ্রামের বাড়িতে খবর আসার পর, কান্নায়ভেঙে পড়েছেন দুই যুবকের পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই দেহ ফিরিয়ে আনতে রওনা দিয়েছে আত্মীয় ও প্রতিবেশীরা। পরিবার-সহ শোকাছন্ন প্রতিবেশীরাও। বুধবারই সেই দেহ ফেরার কথা। কাজে গিয়ে দুই যুবকের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া এলাকায়।