আজ এখন,দেবপ্রিয়া কর্মকার,১৬ মার্চ: আজ থেকে চার বছর আগে এই স্বপ্নটা আমরা দেখেছিলাম, আর স্বপ্ন যখন বাস্তবায়িত হল কার না ভালো লাগে। বাংলা সিনেমার সুপারস্টার দেব-ও সেক্ষেত্রে ব্যতিক্রম নন। ২০২১ সাল থেকে অপেক্ষা করার পর রবিবার থেকে ‘রঘু ডাকাত’ ছবির শুটিং শুরু হয়েছে। আবেগাপ্লুত তারকা সাংসদ তার ভক্তদের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সুখবরটি শেয়ার করলেন।
ইনস্টাগ্রাম পোষ্টের শুরুতেই দেব শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনির কথা উল্লেখ করে লেখেন, “২০২১ সালে আমরা যে স্বপ্ন দেখেছি, তা বাস্তব রূপ নিচ্ছে। দুই শক্তিশালী স্তম্ভ শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি (এসভিএফ) ছাড়া এই কাজ সম্ভব হত না। আজ আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে একটি পয়সাও মূল্যবান। তবু তাঁরা এই দুর্দান্ত কাজটি করার সাহস দেখিয়েছেন।” ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাতে ভোলেননি রিল লাইফের ‘রঘু ডাকাত’। তিনি লেখেন, “আমি ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই।এই ছবি নিয়ে আমরা যখন সবাই শুধু অন্ধকারই দেখেছি, তিনি একমাত্র আশাবাদী ছিলেন এই ছবি আলোর মুখ দেখবেই।” দেব আরও লেখেন, “যাঁরা ৬ মাস ধরে ছবি বাস্তবায়িত করার জন্য নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাই।” সবশেষে দেব জানান, “সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালের সবচেয়ে বড় বাংলা ছবির জন্য প্রস্তুত থাকুন। আজ থেকে ছবির শুটিং শুরু। আমাদের জন্য প্রার্থনা করুন।”
এসভিএফের অফিসে ‘রঘু ডাকাত’ সিনেমার আজ শুভ মহরৎ হয়ে গিয়েছে। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় সেখানেই তাঁর ম্যাগনাম অপাসের চূড়ান্ত কাস্টিংয়ের ঝলক প্রকাশ্যে এনে সকলকে চমকে দিয়েছেন।
রঘু ডাকাত’-এ অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে খলচরিত্রে। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়। সোহিনী সরকারকে দেখা যাবে ডাকাত দলের এক গুরুত্বপূর্ণ চরিত্রে। অন্যদিকে ‘রঘু ডাকাত’ দেবের নায়িকা হিসেবে ধরা দেবেন ইধিকা পাল। চরিত্র ফুটিয়ে তুলতে ইতিমধ্যে ঘোড়া চালানোও শিখছেন দেব। নিয়মিত অনুশীলনের ভিডিও, ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা।