আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১১ ফেব্রুয়ারি: ফের দেশ জুড়ে শুরু হয়েছে ডিজিটাল অ্যারেস্টার ফাঁদ। প্রায় এক কোটি টাকার প্রতারণা করল সাইবার অপরাধেরা তাও আবার পরিবারের সকল সদস্যদের জালে ফেলে। এরা শুধু এখানেই থেমে নেই, নিজেদের বাড়িতে আইপিএস অফিসার সেজে পাঁচ দিন ধরে এই জালিয়াতি করেছে বলে অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে নয়ডায়। পুলিশ প্রতারিত পরিবারটির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারিত ব্যক্তির নাম চন্দ্রভান পালীওয়াল। তারা বিগত এক মাস ধরে একটি অপরিচিত নাম্বার থেকে তার কাছে ফোন। যিনি ফোন করতেন সে নিজেকে সরকারি অফিসার হিসেবে পরিচয় দেয়। চন্দ্রভান পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, যে ব্যক্তি ফোন করেছিল সে তাঁকে প্রথমে ট্রাই-এর (Telecom Regulatory Authority of India ) সঙ্গে যোগাযোগ করতে বলে। তারা এমনটা বলে যে সিম কার্ড ব্লক করে দেওয়া হবে, এসব বলে ভয় দেখায়। তারপর কনের মধ্যে আরেকটি ফোন আসে তাঁর কাছে। ওই ব্যক্তি আইপিএস সেজে তাকে ভিডিও কল করে। মুম্বইয়ের কোলাবা থানা থেকে ফোন করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে প্রযুক্তির দুনিয়ায় ‘অভিশাপ’ হয়ে উঠেছে ডিজিটাল অ্যারেস্ট। অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ। এক্ষেত্রে ভিডিও কলে নিজেকে পুলিশ বা সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিক বলে দাবি করে প্রতারকরা। এরপর ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বা হবে বলে দাবি করা হয়। অনেকেই এই তোপ গিলে ফেলেন। রেহাই পেতে সমস্ত কিছু মেনে নিয়ে লক্ষ লক্ষ টাকা দিতে রাজি হয়ে যান প্রতারিতরা। লাগাতার এমন ঘটনা ঘটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে নাগরিকদের সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন। কেন্দ্রের তরফে চলছে সচেতনতা প্রচার।