জানেন মুসুর ডাল খেলে আপনার ত্বক থাকবে স্বাস্থ্যকর! দূর হবে দাগছোপ

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৪ মার্চ: মুষল ডাল ত্বকের দাঁত সব দূর করতে খুব সাহায্য করে। কারণ তাতে আছে ভিটামিন বি,সি, ই এবং আয়রন, আর ম্যাগনেসিয়াম জিঙ্ক। মসুর ডাল এর পাশাপাশি ব্রণ-ফুস্কুরি কমাতে সাহায্য করে। বাঙালির ঘরে গরম ভাতে মুসুর ডালের স্বাদই আলাদা। মসুর ডালকে বিভিন্ন রকম ভাবে রাঁধা হয়। এই ডাল খেতে যেমন ভাল, তেমনই ত্বকের জন্যও স্বাস্থ্যকর। ত্বকের প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে মুসুর ডাল।

রোদে পোড়া দাগ দূর করতে এক চামচ মুসুর ডাল বেটে নিয়ে তার সঙ্গে এক চা চামচ বেসন ও এক চা চামচ মধু মিশিয়ে ভাল করে মুখে স্ক্রাব করে নিন। ১৫-২০ মিনিট রেখে উষ্ণ জলে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাহে তিন দিন ব্যবহার করা যাবে এই প্যাক।

মুসুর ডাল ও অ্যালো ভেরা

মুসুর ডাল ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। নরম হলে ভাল করে বেটে মিহি মিশ্রণ তৈরি করতে হবে। এর সঙ্গে অ্যালো ভেরা জেল মিশিয়ে ভাল করে মুখে মালিশ করে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। তার পর ভাল করে মুখ ধুয়ে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিতে হবে।

মুসুর ডাল ও হলুদের মাস্ক

রুক্ষ ত্বক মসৃণ করতে ও ত্বকের জেল্লা ফেরাতে এই প্যাক সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন। মুসুর ডাল ভল করে বেটে নিয়ে এর সঙ্গে এক চামচ হলুদ মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ মুখে মেখে ৩০ মিনিট রেখে উষ্ণ জলে মুখ ধুয়ে নিন। মুসুর ডাল ও হলুদের প্যাকের প্রদাহনাশক গুণ রয়েছে। ত্বকের ব্রণ-ফুস্কুড়ি বা যে কোনও সংক্রমণ দূর করতে পারে।