আপনার বাচ্চা কী দৌড়ঝাঁপ করতে পছন্দ করে না?এমন আচরণ দেখলেই সর্তক হোন, শুনুন শিশুরোগ বিশেষজ্ঞদের কথা

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৭ মার্চ: প্রত্যেকটা বাচ্চাই আনন্দ মজা করতে ভালোবাসে। যদি আপনার শিশু খুব চুপচাপ থাকে আর চনমনে না হয় তাহলে ব্যাপারটা সিরিয়াসলি নিন। অনেক কারণ লুকিয়ে থাকতে পারে এই লক্ষণের পিছনে। সতর্ক করছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক বিভাগের প্রধান ডা. মধুমিতা নন্দী।

কী করবেন তখন?

শিশুরা নিজে থেকে বোঝে না তাদের সমস্যা। তবে এইভাবেই হাবেভাবে বুঝিয়ে দেয় যে তারা ঠিক নেই। একদম শিশু কেন, ৭-৮ বছর বয়স অবধিও এমন হঠাৎ পরিবর্তন এলে নজর দিন।

নজরে থাকবে যেগুলি

সাধারণত কোনও নতুন পরিবেশে গেলে বা নতুন মানুষের সঙ্গে দেখা হলে অনেক সময় শিশু চুপ মেরে যায়। অথবা খুব লাফালাফি করে ক্লান্ত হয়ে গেলে সেটা নিয়ে তেমন মাথা ঘামানোর
প্রয়োজন নেই।

তবে চিন্তার কারণ হয়ে উঠবে যদি–

১চনমনে শিশু হঠাৎ করেই সারাদিন ঝিমিয়ে থাকছে, খেলা করছে না, কথা বলছে না।

২ যে শিশু এক মুহূর্ত চুপ করে বসে না, সে যদি চুপচাপ হয় বসে আছে বা শুয়ে আছে।

৩ আপাতদৃষ্টিতে কোনও কারণ চোখে না পড়লেও শিশু সব সময় ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে বা কান্নাকাটি করছে।

৪ সারাক্ষণ প্রশ্ন করতে থাকা শিশু একেবারে চুপচাপ হয়ে গেলে সাবধান হতে হবে।

চিকিৎসা দরকার?
অবশ্যই। শুধুমাত্র পেটে ব্যথা-মাথা ব্যথায় নয়, শিশুর চারিত্রিক অস্বাভাবিকতাও একটা বৃহৎ পরিসরে অসুখের পূর্বাভাস। শান্ত শিশুকে আবার আগের মতো চনমনে করে তুলতেই হবে। কোনওরকম অস্বাভাবিকতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। অভিভাবকদের শিশুদের প্রতি তাই বিশেষ নজর রাখা খুবই প্রয়োজন। এর পেছনে যদি কোনও শারীরিক সমস্যা থাকে তবে পরীক্ষা-নিরিক্ষা করে চিকিৎসা করা সম্ভব। আর মানসিক কারণ খুঁজে পেলে সে ক্ষেত্রে শিশুর কাউন্সেলিং দরকার। সঙ্গে বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদেরও কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে হবে।

শিশুকে শেখান

শিশুকে কোনও নতুন পরিবেশে নিয়ে যাওয়ার আগে সেখানকার ব্যাপারে আগে থেকে মানসিক প্রস্তুতি দরকার। এখন বেশিরভাগ বাবা-মায়েরাই কাজে বেরিয়ে যান। শিশু বাড়িতে থাকে আয়ার কাছে অথবা প্লে স্কুলে। এমন পরিবেশে থাকলে শিশু কেমন থাকে,কাদের সঙ্গে কাটাচ্ছে এ বিষয়গুলি মা-বাবার খুব ভালো করে খেয়াল রাখা দরকার।এসব ছোটখাটো বিষয়গুলোই কিন্তু শিশুর বেড়ে ওঠার পথে বড় সমস্যার কারণ হতে পারে। তাই মা-বাবারা সজাগ থাকুন ও শিশু শান্ত হয়ে পড়লে তাকে চনমনে রাখার চেষ্টা করুন।