বাড়ির গ্যাস বার্নার কি পরিষ্কারের পর নোংরা থাকছে ? রইল এই দারুণ টিপস

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,১২ মার্চ: প্রত্যেকটা বাড়িতে গ্যাসে রান্না হয় ঠিকই, তবে আমরা সেইভাবে গ্যাস বার্নারটির যত্ন করি না। ফলে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকে। বার্নারে অতিরিক্ত নোংরা জমে গেলে পেটের অসুখের সমস্যাও দেখা দিতে পারে। তাছাড়া অনেকেই জানে না যে, অতিরিক্ত নোংরার কারণে গ্যাসও অনেক বেশি খরচ হয়। তাই নিয়মিত গ্যাস বার্নারটি পরিষ্কার করুন এবং আপনার স্বাস্থ্য ও অর্থ দুই-ই সাশ্রয় করুন। কীভাবে পরিষ্কার করবেন?

পিঁয়াজ ব্যবহার করুন
২০ মিনিটের জন্য কয়েক টুকরো পিঁয়াজ সেদ্ধ করুন। তারপর ঠান্ডা করে সেই জল দিয়ে বার্নারটি পরিষ্কার করে নিন। দেখবেন ঝকঝক করছে।

ভিনিগার
বার্নারে কয়েক ফোঁটা ভিনিগার দিয়ে কয়েক মিনিট রেখে দিন। তারপর স্পঞ্জ দিয়ে জমে থাকা দাগ এবং নোংরা অংশ ভালো করে ঘষে নিন। এইভাবে সপ্তাহে দুদিন পরিষ্কার করুন, হাতেনাতে ফল পাবেন।

জল এবং নুন
জলের মধ্যে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এবার ফুটন্ত জলে বার্নারের কয়েলটি ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর একটি ব্রাশ দিয়ে ঘষে নিয়ে তাতে বাসন মাজার লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে নিন। দেখবেন নতুনের মতো চকচক করছে বার্নার।

লেবু
প্রথমে বার্নারটি একটু গরম করে নিন। তারপর লেবুর রস এবং খোসা দিয়ে ভালো করে ঘষে নিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দিন। ধুয়ে নিলেই ম্যাজিক দেখতে পাবেন।

বাসন মাজার লিকুইড
গরম জলের মধ্যে ২ টেবিল চামচ বাসন মাজার লিকুইড দিয়ে দিন। এবার ৫-৭ মিনিটের জন্য এই মিশ্রণে বার্নারটি ডুবিয়ে রাখুন। তারপর স্পঞ্জ দিয়ে ভালো করে ঘষে নিন। জল দিয়ে ধুয়ে নিলেই বার্নার হবে পরিষ্কার।