আজ এখন নিউজ ডেস্ক, 3 ডিসেম্বর: সংসদের শীতকালীন অধিবেশনের ষষ্ঠ দিনের কার্যক্রম চলাকালীন, টিএমসি লোকসভায় মনরেগা তহবিল নিয়ে প্রশ্ন উত্থাপন করেছিল। আলোচনা চলাকালীন, সাংসদ কল্যাণ ব্যানার্জী পশ্চিমবঙ্গের জন্য MNREGA তহবিল জমা দেওয়ার বিষয়ে সরকারের কাছে প্রশ্ন তোলেন। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘বাংলা পছন্দ না হলে বাংলাকে টাকা দেবেন না?’
এর প্রতিক্রিয়ায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যে, ‘মোদি সরকার এই তহবিলের অপব্যবহার হতে দেবে না। 9 ই মার্চ, 2022-এ, কেন্দ্রীয় সরকার বাস্তবায়নে অনিয়ম উল্লেখ করেছিল। সরকার পশ্চিমবঙ্গের জন্য মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের (MGNREGS) জন্য তহবিল স্থানান্তর বন্ধ করার আদেশ জারি করেছিল।’
লোকসভায় কংগ্রেস সাংসদ কে.সি. বেণুগোপাল MNREGA নিয়ে আলোচনার সময় প্রশ্ন তুলেছিলেন যে, ‘কেন সুবিধাভোগী তালিকা থেকে বিপুল সংখ্যক শ্রমিকের নাম বাদ দেওয়া হয়েছে? এই বিষয়ে গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ চন্দ্রশেখর পেমমাসানি বলেন, ‘আধার সংযোগ শুধুমাত্র স্বচ্ছতা এনেছে। শ্রমিকদের নাম মুছে ফেলার দায়িত্ব রাষ্ট্রের।’ তিনি আরও বলেন, “এতে কেন্দ্রের কোনো ভূমিকা নেই।”
মনরেগা তহবিল নিয়ে কী বলল কলকাতা হাইকোর্ট?
23শে সেপ্টেম্বর, 2024-এ, কলকাতা হাইকোর্ট বলেছিল যে, অনিয়মের তদন্ত না হওয়া পর্যন্ত এই প্রকল্পের কার্যক্রম চালিয়ে যেতে হবে। তথ্য অনুযায়ী, তহবিল স্থগিত করা সমস্ত স্টেকহোল্ডারদের উপর গুরুতর প্রভাব ফেলেছে।