আজ এখন নিউজ ডেস্ক, 13 মার্চ: দোল ও হোলি উৎসবে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে আগেভাগেই সতর্ক পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। লালবাজার থেকে নির্দেশ দেওয়া হয়েছে, মদ্যপ অবস্থায় কেউ যাতে কোনও জলাশয়ে না নামেন। বিশেষ নজরদারি চালানো হবে শহরের অন্তত ৬৬টি ঘাটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোলের দিন ও হোলির উৎসবে গঙ্গার ঘাট এবং বিভিন্ন পুকুর বা দিঘিতে ডুবে মৃত্যু ঠেকাতেই এই সিদ্ধান্ত। গত দুই বছরে এই সময়কালে ডুবে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই এবার কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে ৪৪টি ঘাটে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
দোলের আগে থেকেই থানাগুলি মাইকিং শুরু করেছে। স্থানীয় ক্লাবগুলিকে সতর্ক করা হয়েছে যাতে পাড়ার পুকুর বা জলাশয়ে কেউ মাতাল অবস্থায় না নামেন। উৎসব চলাকালীন সারা শহরজুড়ে মোতায়েন থাকবে ২১,০০০ পুলিশ কর্মী। প্রায় একশোটি গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে পুলিশ পিকেট।
এছাড়াও, ৫৮টি পিপিআর ভ্যান ও অলিগলিতে বাইক টহল চালাবে পুলিশ। যুগ্ম কমিশনার ও ডিসি পদমর্যাদার আধিকারিকরাও মাঠে থাকবেন। বহুতলের ছাদ থেকে পথচারীদের দিকে জল বা রং ছোড়া রোধে থাকবে বিশেষ নজর। রাস্তার কুকুর বা অন্য প্রাণীদের গায়ে রং দেওয়ার বিরুদ্ধেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে কলকাতা পুলিশ জানিয়েছে, উৎসবের পরিবেশ যাতে সম্প্রীতিমূলক থাকে এবং কোথাও কোনও গোলমাল না হয়, সেদিকে নজর রাখতেই এই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।