যৌনাঙ্গে ডাম্বল ঝুলিয়ে উলঙ্গ করে মারধর! র‌্যাগিংকাণ্ডে ধৃত ৫ ছাত্র

আজ এখন নিউজ ডেস্ক, 12 ফেব্রুয়ারি: কেরলের একটি সরকারি মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে এমন এক নির্মম র‌্যাগিংয়ের কাহিনি প্রকাশ্যে এসেছে, যা শিউরে তুলেছে সারা দেশকে। অভিযোগ উঠেছে, তৃতীয় বর্ষের পাঁচ ছাত্র মাসের পর মাস ধরে প্রথম বর্ষের ছাত্রদের উপর অকথ্য অত্যাচার চালিয়ে আসছিলেন। অত্যাচারের ভয়াবহতা এতটাই ছিল যে, ভুক্তভোগী ছাত্ররা শেষমেশ পুলিশের কাছে অভিযোগ জানাতে বাধ্য হন।

কেরলের কোট্টায়ম জেলার সরকারি মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের পাঁচ ছাত্র নার্সিং বিভাগের প্রথম বর্ষের তিন ছাত্রের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন। অভিযোগ অনুযায়ী, এই নির্যাতন শুরু হয়েছিল ২০২৪ সালের নভেম্বর মাসে।

প্রথম বর্ষের ছাত্রদের একসঙ্গে লাইন করে দাঁড় করিয়ে উলঙ্গ অবস্থায় রেখে দেওয়া হত। যৌনাঙ্গে ঝুলিয়ে দেওয়া হত ভারী ডাম্বল। এমনকি, জ্যামিতি বাক্সের ধারালো কম্পাস দিয়ে দেহে আঘাত করে ক্ষত তৈরি করা হত। এর পরে সেই ক্ষতে মলম লাগানোর নামে আরও যন্ত্রণা দেওয়া হত। কেউ চিৎকার করলে, সেই মলম তাঁদের মুখের মধ্যে ঢেলে দেওয়া হত বলে অভিযোগ।

অত্যাচারের এই মুহূর্তগুলি মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে রাখতেন অভিযুক্তরা। শুধু শারীরিক নির্যাতন নয়, ভুক্তভোগীদের থেকে টাকাপয়সা কেড়ে নেওয়া এবং রবিবার হোস্টেলে মদের আসর বসানোর জন্য অর্থ সংগ্রহের ঘটনাও সামনে এসেছে। এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকেই তিরুঅনন্তপুরমের বাসিন্দা। অত্যাচারের বিবরণ সামনে আসার পর কলেজ ও প্রশাসনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।