মায়ের রক্ত খাব! মহিলার উপর ঝাঁপিয়ে পড়ল তরুণী, মিনিটের মধ্যে ভাইরাল ভিডিও

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২ মার্চ: সকাল থেকে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এক গা শিউরে ওঠা ভিডিও। তাতে দেখা যাচ্ছে, এক তরুণী তার মায়ের উপর ঝাঁপিয়ে পড়েছেন। আর তাকে বলতে শোনা যাচ্ছে,”কি মজা! তোমার রক্ত খাব।” সেই মহিলাকে রীতিমতন চড় মারছে এবং চুল টানতে টানতে নিয়ে যাচ্ছে তরুণী। তবে এই ভিডিও কতটা সত্যতা রয়েছে তা এখনো যাচাই করা সম্ভব হয়ে ওঠেনি। ওই তরুনীর ভাই তার দিদির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তারা হরিয়ানার হিসারের বাসিন্দা। কবে শেষ খবর না পাওয়া পর্যন্ত পুলিশ কোন পদক্ষেপ নেননি।

ওই ভিডিওটিতে ঠিক কি  দেখা গিয়েছে? রিতা নামের এক তরুণীকে মিনিট তিনেকের ভিডিওর শুরুতেই দেখা গিয়েছে। এবং তার মা নির্মলা দেবী সামনে বসেছিলেন। এবং তিনি ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন। তবে সেইসব দিকে লক্ষ্যই নেই রীতার। প্রথমে তিনি বৃদ্ধার পায়ে মারলেন। তারপর মায়ের কান্না ও আর্তনাদকে অগ্রাহ্য করে বলে উঠলেন, ”কী মজা! তোমার রক্ত খাব।” ওই তরুণী তার মায়ের চুল টানতে টানতে শুয়ে ফেলে এবং তাঁকে কামড়ে দেন রীতা। বৃদ্ধা মায়ের অসহায় কাকুতি মিনতিতেও মন গলেনি রীতার। তিনি মাকে চড় মারতে মারতে জানতে চান, ”তুমি কি চিরকাল বাঁচবে? আমাকে বাধ্য করছ এমন করতে।” রীতিমতন চলতে থাকে মারধোর এবং অকথ্য নির্যাতন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাঁর ভাই দিদির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু কেন মায়ের উপরে এমন নির্মম অত্যাচারের অভিযোগ উঠছে রীতার উপরে? তাঁর ভাইয়ের দাবি, দিদি এসব করছেন সম্পত্তির জন্য। এর আগেও কুরুক্ষেত্র এলাকার একটি পারিবারিক জমি বিক্রি করে দিয়েছেন অভিযুক্ত। এবার তাঁর দাবি, মাকে লিখে দিতে হবে নিজের বসতবাড়িও। রাজি না হওয়াতেই শুরু নির্যাতন। ভাইকেও বাড়ি থেকে বের করে দিয়েছেন স্বামীকে নিয়ে বছর দুয়েক এই বাড়িতে এসে ওঠা রীতা। অভিযোগ তেমনই। ভারতীয় ন্যায় সংহিতা এবং প্রবীণ নাগরিকদের সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। এখনও অবশ্য কাউকেই গ্রেপ্তার করা হয়নি।

05:57