আজ এখন নিউজ ডেস্ক, 3 জানুয়ারি: পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের ডালুরবাধ ৪ নম্বর এলাকায় শুক্রবার রাস্তার ধুলো ও বালির সমস্যার জেরে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। বালি বোঝাই ইসিএলের ডাম্পারগুলো দ্রুত গতিতে চলার কারণে রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা এবং ধুলোর প্রকোপে স্থানীয়দের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বালি বোঝাই ডাম্পারের কারণে রাস্তায় বালির স্তূপ জমে যাচ্ছে। ধুলোয় দোকানপাট ঢাকা পড়ছে এবং পরিবেশে দূষণ ছড়াচ্ছে। এর ফলে এলাকায় নাজেহাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ায়, এ দিন তাঁরা ইসিএলের ডাম্পার আটক করে বিক্ষোভে শামিল হন। স্থানীয়দের মূল দাবি ছিল, প্রতিদিন নিয়মিতভাবে রাস্তায় জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাঁদের অভিযোগ, ধুলো নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ না নেওয়ায় তাঁরা বাধ্য হয়ে এদিন এই পদক্ষেপ নেন।
বিক্ষোভ চলতে থাকে প্রায় দেড় ঘণ্টা ধরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসিএলের প্রতিনিধিরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন। সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়ার পর স্থানীয়রা বিক্ষোভ তুলে নেন। স্থানীয় বাসিন্দাদের মতে, ইসিএল কর্তৃপক্ষ যদি দ্রুত পদক্ষেপ না করে, তবে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।