বেদখল রোজভ্যালির সম্পত্তি, ৯ রাজ্যের প্রশাসনের দ্বারস্থ ইডি

আজ এখন নিউজ ডেস্ক, 13 মার্চ: রোজভ্যালি চিট ফান্ডের সম্পত্তি বেদখলের ঘটনা ঠেকাতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবার পশ্চিমবঙ্গ-সহ ৯টি রাজ্যের প্রশাসনের কাছে সহায়তা চাইল। সম্পত্তি পুনরুদ্ধার করে তা বিক্রির মাধ্যমে আমানতকারীদের অর্থ ফেরত দিতে তৎপর রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি।

ইডি ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যসচিব, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং রাজ্য পুলিশের ডিজি-সহ প্রশাসনিক শীর্ষকর্তাদের চিঠি পাঠিয়েছে। চিঠিতে অনুরোধ জানানো হয়েছে, বেদখল হয়ে যাওয়া রোজভ্যালির সম্পত্তি দ্রুত দখলমুক্ত করে ইডির হাতে তুলে দিতে।

রোজভ্যালি চিট ফান্ডে আমানত রেখে প্রতারিত হয়েছেন লক্ষাধিক মানুষ। আদালতের নির্দেশ অনুসারে, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি বিক্রি করে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে তিন দফায় রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে কিছু অর্থ ফেরত দেওয়া সম্ভব হয়েছে। তবে সম্প্রতি দেখা গেছে, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র-সহ ৯টি রাজ্যের বহু সম্পত্তি বেদখল হয়ে গেছে।

রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাজেয়াপ্ত সম্পত্তি সুরক্ষিত না করলে তা বিক্রির মাধ্যমে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া অসম্ভব হয়ে পড়বে। ইডি জানিয়েছে, রাজ্য প্রশাসন দ্রুত পদক্ষেপ করলে এই প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।