আজ এখন নিউজ ডেস্ক, 11 ফেব্রুয়ারি: ভারত সফরে থাকা প্রখ্যাত ব্রিটিশ গায়ক এড শিরান আবারও শিরোনামে উঠে এলেন। তবে এবার গান বা পারফরম্যান্সের জন্য নয়, বরং একটি বিতর্কিত ঘটনার কারণে। বেঙ্গালুরুর চার্চস্ট্রীট রোডে তার আকস্মিক পারফরম্যান্স বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় পুলিশের হস্তক্ষেপে। ভারতের বিভিন্ন শহরে কনসার্ট করার জন্য সফরে রয়েছেন গ্র্যামি পুরস্কারজয়ী গায়ক এড শিরান। বেঙ্গালুরু কনসার্টের আগে তিনি ভক্তদের জন্য একটি বিশেষ চমক দিতে চেয়েছিলেন। রবিবার সকালে চার্চস্ট্রীট রোডে ফুটপাতের উপর হঠাৎ করেই তিনি উপস্থিত হয়ে তার জনপ্রিয় গান ‘শেপ অফ ইউ’ গাইতে শুরু করেন। আন্তর্জাতিক তারকার আকস্মিক উপস্থিতি এবং গান শুনতে মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায়।
তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ব্যাঙ্গালুরু পুলিশের একটি দল এসে তাকে থামিয়ে দেয়। অভিযোগ, এড শিরান বিনা অনুমতিতে রাস্তায় পারফর্ম করছিলেন। পুলিশ তার হাত থেকে মাইক কেড়ে নিয়ে পারফরম্যান্স বন্ধ করে দেয়। এড শিরান এবং তার দল জানায়, তারা প্রশাসনের কাছ থেকে আগেই অনুমতি নিয়েছিলেন, তবুও এমন ঘটনার মুখে তাঁদের পড়তে হলো।
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ব্যাঙ্গালুরু পুলিশের তীব্র সমালোচনা করতে শুরু করেন। ভিডিওতে দেখা যায়, গানের মাঝেই পুলিশ এসে মাইক কেড়ে নিচ্ছে এবং এড শিরানের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। পারফরম্যান্স অসম্পূর্ণ রেখে সেখান থেকে বিদায় নেন তিনি। পরে তিনি এই প্রসঙ্গে বলেন, “আমরা পারফরম্যান্সের জন্য প্রয়োজনীয় অনুমতি নিয়েছিলাম। তারপরেও এমন আচরণ অগ্রহণযোগ্য। আমি এই ঘটনার জন্য দুঃখিত।”