ডিজিটাল প্রতারণার ফাঁদে ২০ কোটি টাকা হারালেন বৃদ্ধা, গ্রেপ্তার দুই অভিযুক্ত

আজ এখন নিউজ ডেস্ক, 18 মার্চ: মুম্বইয়ের এক ৮৬ বছর বয়সি বৃদ্ধা দু’মাস ধরে প্রতারণার শিকার হয়ে হারালেন ২০.২৫ কোটি টাকা। ২০২৪ সালের ২৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত এই প্রতারণা চক্র চালিয়ে বৃদ্ধার কাছ থেকে টাকা আদায় করা হয়। নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়ে অভিযুক্তরা বৃদ্ধাকে ভয় দেখিয়ে এই অর্থ হাতিয়ে নেয়।

অভিযোগ, একটি ফোন কলে বৃদ্ধাকে জানানো হয় যে তাঁর আধার কার্ড ব্যবহার করে একটি বেআইনি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে টাকার লেনদেন হচ্ছে। নাম মুছে ফেলতে এবং আইনি পদক্ষেপ এড়াতে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। হুমকি দেওয়া হয়, “ডিজিটাল অ্যারেস্ট” নিয়ে কাউকে কিছু জানালে সপরিবারে বিপদে পড়বেন।

দু’মাস ধরে নানা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর বৃদ্ধার সন্দেহ হয় এবং তিনি পুলিশের দ্বারস্থ হন। তদন্তের পর মুম্বই পুলিশ দুই অভিযুক্ত শায়ান জামিল শেখ এবং রাজিক আজম বাটকে গ্রেপ্তার করে। পুলিশের সন্দেহ, রাজিক কোনও আন্তর্জাতিক প্রতারণা চক্রের সঙ্গেও যুক্ত থাকতে পারে।

ডিজিটাল প্রতারণার এই ঘটনা আরও একবার সাইবার নিরাপত্তার গুরুত্বকে সামনে এনেছে। একই সময়ে হায়দরাবাদে সাইবার ক্রাইম পুলিশ “ফেডএক্স ডিজিটাল অ্যারেস্ট” ঘটনার এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম সেন্টারের উদ্যোগে ৮৩,৬৬৮টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং ৪,০০০টি স্কাইপ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।