বাঁকুড়ায় ফের হাতিদের উপদ্রব: আগুন কুমারী জলাশয়ের কাছে ঘাঁটি গেড়েছে ৫০ হাতির বিশাল দল

আজ এখন নিউজ ডেস্ক, 17 ডিসেম্বর: ফের হাতির হানার ঘটনা সামনে এসেছে বাঁকুড়া জেলার গ্রামীণ এলাকায়। এবার আগুন কুমারী জলাশয়ের কাছে প্রায় ৫০টি হাতির বিশাল দল ঘোরাঘুরি করছে বলে স্থানীয় সূত্রে খবর। হাতির দলটির উপস্থিতিতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। গ্রামের বাসিন্দারা প্রাণপণে হাতির দলটিকে তাড়ানোর চেষ্টা চালালেও, বিশাল আকৃতির এই হাতির দলকে একা হাতে সামলানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। হাতির দলটি ফসলি জমি ও লোকালয়ের খুব কাছাকাছি চলে এসেছে। এতে কৃষকদের মধ্যে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। কারণ এর জেরে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে।

স্থানীয় সূত্রে খবর, হাতির দলটি সম্ভবত খাবার ও জলের সন্ধানে লোকালয়ের কাছে প্রবেশের চেষ্টা করেছে। তাঁদের নিরাপদে জঙ্গলের দিকে ফেরত পাঠানোর জন্য সমস্ত এলাকাবাসী চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে এলাকাবাসীদের অভিযোগ, প্রায়ই এই অঞ্চলে হাতির তাণ্ডবের ঘটনা ঘটে। তবে সঠিক ব্যবস্থা না নেওয়ায় সমস্যা দিন দিন বেড়েই চলেছে। গত কয়েক বছরে বাঁকুড়া ও সংলগ্ন এলাকায় হাতির আক্রমণে বহু কৃষকের ফসল নষ্ট হয়েছে এবং সম্পত্তিরও ক্ষতি হয়েছে। গ্রামের বাসিন্দারা প্রায় এই আতঙ্কের মধ্যে দিয়েই দিন কাটাচ্ছে।