পাটনা বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ, পাইলটের বুদ্ধিমত্তায় রক্ষা বড় দুর্ঘটনায়

আজ এখন নিউজ ডেস্ক, 9 ডিসেম্বর: পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হল দিল্লি থেকে শিলংগামী ফ্লাইটকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাখির আঘাতে জরুরি অবতরণ করা হয়েছে। স্পাইস জেটের ফ্লাইট নম্বর SG 2950 দিল্লি থেকে শিলং যাচ্ছিল। এই ফ্লাইটটিতে 80 জন যাত্রী ছিলেন। কিন্তু হঠাৎ পাইলটের উইন্ডশিল্ড ভেঙে যাওয়ায় ফ্লাইটটিকে পাটনার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। বর্তমানে পাটনায় জরুরি অবতরণ করা হয়েছে। সব যাত্রী নিরাপদে আছেন। তবে পাইলটের বুদ্ধিমত্তার কারণেই এই বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

সূত্রের খবরে জানা গিয়েছে, শিলংগামী এই ফ্লাইটটি দিল্লি থেকে সকাল ৭.০৩ মিনিটে যাত্রা করে। সকাল ১০.০২ মিনিটে শিলং-এ অবতরণের কথা ছিল। কিন্তু পাইলট হঠাৎ উইন্ডস্ক্রিনে ফাটল লক্ষ্য করেন। পাইলট যখন ফাটল লক্ষ্য করেন, তখন বিমানটি পাটনার দিকে যাচ্ছিল। এরপর পাইলট ট্রাফিক কন্ট্রোলকে গোটা বিষয়টি জানান। এরপর পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয়। অনুমতি পাওয়ার পর বিমানটি অবতরণ করা হয়। বর্তমানে সব যাত্রী পাটনা বিমানবন্দরে অপেক্ষা করছেন। মেরামতির পর তাদের নিজস্ব নিজস্ব গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।