আজ এখন নিউজ ডেস্ক, 27 জানুয়ারি: মুম্বই রঞ্জি দলের জন্য বড় ধাক্কা। অধিনায়ক রোহিত শর্মা এবং ওপেনার যশস্বী জয়সওয়াল মেঘালয়ের বিরুদ্ধে পরবর্তী রঞ্জি ম্যাচে অংশ নেবেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডকে তাঁরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য এই ম্যাচ থেকে বিরত থাকবেন।
৩০ জানুয়ারি শুরু হতে চলা মুম্বই-মেঘালয়ের ম্যাচে তাঁদের না থাকায় মুম্বই দলের শক্তি যে খানিকটা কমবে, তা বলাই বাহুল্য। বিশেষত, জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে গত ম্যাচে মুম্বই দলের পরাজয়ের পর এমন সিদ্ধান্ত পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে। সেই ম্যাচে রোহিত শর্মা ব্যাট হাতে ব্যর্থ হন। দুই ইনিংস মিলিয়ে করেন মাত্র ৩১ রান।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারি। সেই সিরিজে ভালো পারফরম্যান্স করার লক্ষ্যেই রোহিত এবং যশস্বী এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তবে তাঁদের এই পদক্ষেপ ঘিরে ক্রিকেট মহলে বিতর্ক দানা বেঁধেছে।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, “রোহিত এবং বিরাটদের লাল বলের ফরম্যাটে খেলতে বাধ্য করা হচ্ছে। আন্তর্জাতিক সূচির চাপ থাকার কারণে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা সম্ভব নয়। অথচ এদের টার্গেট করা হচ্ছে।”
যদিও বোর্ডের তরফে এই সিদ্ধান্তকে সমর্থন করা হয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সাফল্য পেতে রোহিত এবং যশস্বীর এই প্রস্তুতি জরুরি। তবে মুম্বই দলের সমর্থকরা তাঁদের দুই তারকাকে ঘরোয়া মঞ্চে দেখতে না পাওয়ায় কিছুটা হতাশ।