আজ এখন নিউজ ডেস্ক, 4 ফেব্রুয়ারি: টিআরপির ওঠা-নামার উপর নির্ভর করে সিরিয়ালের ভাগ্য নির্ধারিত হয়। কিন্তু স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ তার ব্যতিক্রম! দু’বছরেরও বেশি সময় ধরে সম্প্রচারিত এই সিরিয়াল মাঝে টিআরপি কমলেও থামেনি, বরং গল্প পাল্টে, নতুন ভিলেন এনে, নানা মোড় ঘুরিয়ে চলেছে আপন গতিতে।
সম্প্রতি সূর্য ও দীপা আবারও এক হয়েছে, তাদের আবার বিয়েও হয়েছে! দর্শকরা ভেবেছিলেন, এবার হয়তো গল্পে শান্তি ফিরবে। কিন্তু ঠিক তখনই রহস্যময় এক বৃদ্ধার পূর্বাভাস—‘সবকিছু এমন থাকবে না, বিপদ আসছে!’ কে সেই বিপদ? এরপরই দেখা যায়, এক অজ্ঞাত আসামী জেল থেকে মুক্তি পেতে চলেছে!
নতুন ভিলেনের আগমনের ইঙ্গিত পেতেই বিরক্ত দর্শকদের একাংশ। কেউ বলছেন, ‘এই সিরিয়ালটা এবার ইতিবাচকভাবে শেষ করুন!’ আবার কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন, ‘সূর্য-দীপাকে একসঙ্গে থাকতে এত সমস্যা কোথায়?’ তবু ধারাবাহিক চলছেই, গল্প আরও জটিল হয়ে উঠছে। এবার দেখার বিষয়, নতুন মোড়ে দর্শকরা সঙ্গে থাকবেন নাকি বিদায় জানাবেন ‘অনুরাগের ছোঁয়া’-কে!