আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২৪ জানুয়ারি: বর্ধমানের হাসপাতালে ফের রাজ্যে আক্রান্ত পুলিশ। ডোমকল, গোয়ালপোখর, কুলতলির পর এবার বর্ধমান। অনাময় হাসপাতালে রোগীর বাড়ির আত্মীয়রা চিকিৎসকদের গাফিলতির অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এবং পুলিশ সেই বিক্ষোভ থামাতে গিয়ে নিজেই আক্রান্ত হয়। এবং ওই ঘটনায় নয় জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বর্ধমান হাসপাতালের সুপার স্পেশালিটি উইং অনাময়তে এক রোগীকে ভর্তি করা হয়েছিল। হবে বাড়ির লোকেরা হাসপাতালে বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন। ওই রোগীকে হাসপাতালে ভর্তি করে রাতের মধ্যে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাসপাতালের মধ্যে থাকা পুলিশ কর্মীরা ওই বিক্ষোভ থামাতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।
চলতি মাসেই রাজ্যের একাধিক জায়গায় পুলিশ আক্রান্তের ঘটনা সামনে এসেছে। গোয়ালপোখরে পুলিশকে গুলিতে জখম করে প্রিজনভ্যান থেকে পালিয়েছিল এক দাগী অপরাধী। পরে তাঁকে এনকাউন্টার করে মারা হয়। ডোমকলেও পুলিশের থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে মদ্যপদের হাতে আক্রান্ত হয়েছিলেন দুই পুলিশকর্মী। পুলিশের উপর হামলা হলে কোনও রেয়াত করা হবে না। সেই কথা আগেই জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।