রাঙামাটি গ্ৰামের ধানের খামারে ভয়াবহ আগুন: ব্যাপক ক্ষতিতে শোকের ছায়া কৃষকদের মধ্যে

আজ এখন নিউজ ডেস্ক, 17 ডিসেম্বর: ফের বিপদের মুখে কৃষকের দল। রাঙামাটি গ্রামের একটি ধানের খামারে আগুন লাগায় ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়লেন চাষিরা। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার চ্যাটার্জি। সূত্রের খবর জানা গিয়েছে, এদিন লক্ষীচড়া ধানের খামারে হঠাৎ আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও রাতের অন্ধকারে ক্ষতির পরিমাণ বোঝা সম্ভব হয়নি। পরদিন সকালে দেখা যায়, বড়ো অংশের ধান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত চাষিরা চরম হতাশা এবং দুঃখ প্রকাশ করেছেন।

এই ঘটনার খবর পেয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে একটি বৈঠকের আয়োজন করেন। পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার চ্যাটার্জি এই প্রসঙ্গে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কৃষকদের ক্ষতির পরিমাণ বিশাল এবং এই পরিস্থিতিতে যথাযথ সাহায্যের ব্যবস্থা করা প্রয়োজন।”

পাশাপাশি, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে স্থানীয় প্রশাসন শীঘ্রই সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, এর আগেও রাঙ্গামাটি শহরে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ টি দোকানপুড়ে ছাই হয়ে গিয়েছিল। রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারের নিউ রাঙ্গামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পেছনে দোকানগুলিতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছিল। এই অগ্নিকান্ডে প্রায় ৪০ লক্ষ টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছিল।