আজ এখন নিউজ ডেস্ক, 31 জানুয়ারি: রাজস্থানের ভরতপুরে ঘটল এক মর্মান্তিক ঘটনা। একই দিনে পিতা-পুত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। ঘটনাটি ঘটেছে ইরনিয়া গ্রামে। মঙ্গলবার সকালে নন্দরামের পুত্র জলসিংহ তাঁর এক বন্ধুর সঙ্গে কাজে বেরিয়েছিলেন।
খৈরা গ্রাম থেকে ট্র্যাক্টরে মাটি নিয়ে ফিরছিলেন তাঁরা। পথে চা খাওয়ার জন্য ট্র্যাক্টর থামিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন জলসিংহ এবং তাঁর বন্ধু মুলি গুর্জর। আর ঠিক সেই সময়, একটি দ্রুতগতির গাড়ি তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান জলসিংহ। বন্ধুর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। জলসিংহের মৃত্যু সংবাদ পৌঁছে যায় তাঁর পরিবারে।
পুত্রের মৃত্যুর খবর শোনার পর শোকে কাতর হয়ে পড়েন তাঁর বাবা নন্দরাম। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক ডাকা হয়। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসকের মতে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নন্দরামের। একই দিনে পিতা ও পুত্রের মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারটি। বুধবার জলসিংহের ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ বাড়িতে আনা হয়। নন্দরাম ও জলসিংহের শেষকৃত্য একইসঙ্গে সম্পন্ন হয়। গ্রামের মানুষ এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।