আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৩১ ডিসেম্বর: লোকসভা নির্বাচনে চলেছে প্রমীলা রাজ ২০২৪ সালে। সংসদের বাইরে হোক কিংবা ভিতর এবারের লোকসভা নির্বাচনে ভোট পেয়েছেন সব থেকে বেশি মহিলারা। এবং এই বছর মহিলাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগও সবথেকে বেশি।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ এর ভোটেদের সংখ্যা ছিল ৯৭ কোটি ৯৭ লক্ষ। যা পাঁচ বছর আগে মহিলা ভোটারদের সংখ্যা ৭.৪৩ শতাংশ বেশি। আগের লোকসভা নির্বাচনের সময় নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল ৯১ কোটি ১৯ লক্ষ। তবে এই বছর ৬৪ কোটি ৬৪ লক্ষ ভোটাররা লোকসভা নির্বাচনে ভোট দেন। সেখানে প্রায় ৬১ কটি ৪০ লক্ষ মানুষ ২০১৯ সালে ভোট দেন। ২০২৪ সালে ইভিএমে ভোট দিয়েছিলেন ৬৪ কোটি ২১ লক্ষ ভোটার। তার মধ্যে পুরুষ ভোটার ৩২ কোটি ৯৩ লক্ষ। মহিলা ভোটার ৩১ কোটি ২৭ লক্ষ। আর তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১৩ হাজার ৫৮ জন। ৪২ লক্ষ ৮১ হাজার জন ব্যালটে ভোট দেন।
অসমের ধুবরি লোকসভা কেন্দ্রে ভোট পড়েছিল সবচেয়ে বেশি। ভোটের হার সবচেয়ে কম জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে। এই কেন্দ্রে ৩৮.৭ শতাংশ ভোট পড়ে। পাঁচ বছর আগে এই শ্রীনগর কেন্দ্রেই ভোট পড়েছিল মাত্র ১৪.৪ শতাংশ। ৫০ শতাংশের নিচে ভোট পড়েছে দেশের ১১টি লোকসভা কেন্দ্রে। কোনও প্রার্থীকেই পছন্দ হয়নি এই অভিমত জানিয়ে ‘নোটা’-য় ভোট পড়েছে ৬৩ লক্ষ ৭১ হাজার। চব্বিশের লোকসভা নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ১০ লক্ষ ৫২ হাজার ৬৬৪টি। ২০১৯ সালে যা ছিল ১০ লক্ষ ৩৭ হাজার ৮৪৮টি। ৪০টি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হয়। পাঁচবছর আগে ৫৪০টি ভোটকেন্দ্রে পুনরায় ভোট হয়েছিল।