আজ এখন নিউজ ডেস্ক, 29 ডিসেম্বর: বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের গোসাইডি গ্রামের জঙ্গলে অবশেষে বনদপ্তরের জালে ধরা পড়ল চতুর বাঘিনী জিনাত। রবিবার বিকেল ৩টে ৫৮ মিনিটে তাকে লক্ষ্য করে চতুর্থবারের চেষ্টায় ছোড়া ঘুমপাড়ানি গুলিই কাজ করে। গুলিটি তার শরীরে লাগার কিছুক্ষণের মধ্যেই জিনাত অচেতন হয়ে পড়ে। এরপর বনদপ্তরের কর্মীরা তাকে খাঁচাবন্দি করতে সক্ষম হন।
বাঘিনীকে আটক করার জন্য গত তিনদিন ধরে অভিযান চালাচ্ছিল বনদপ্তর। শনিবার থেকে একাধিকবার ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হলেও জিনাত বারবার পালিয়ে যাচ্ছিল। তার চতুরতার কারণে অভিযান বেশ কঠিন হয়ে পড়েছিল। তবে রবিবার বিকেলে গুলিটি সঠিকভাবে লক্ষ্যভেদ করায় শেষমেশ তাকে আটক করা সম্ভব হয়। স্থানীয় মানুষদের আতঙ্কে রেখে কয়েকদিন ধরে জঙ্গল চষে বেড়াচ্ছিল বাঘিনীটি।
বাঘিনীকে এখন সিমলিপাল টাইগার রিজার্ভে ফেরানোর প্রস্তুতি চলছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য একটি বিশেষ মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, জিনাতকে নিরাপদে তার বাসস্থানে ফেরানোই তাঁদের প্রধান লক্ষ্য। এই অভিযান সফল হওয়ায় এলাকাবাসী যেমন স্বস্তি পেয়েছেন, তেমনই বনদপ্তরের কর্মীদের দক্ষতার জন্য প্রশংসা করেছেন। বাঘ ধরার এই ঘটনা বন্যপ্রাণ সংরক্ষণ এবং মানব-প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।