অবশেষে রণবীর আলাহাবাদিয়াকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট! তবে তীব্র তিরস্কারের মুখে স্ট্যান্ডআপ কমেডিয়ান

আজ এখন নিউজ ডেস্ক, 20 ফেব্রুয়ারি: জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান রণবীর আলাহাবাদিয়া তাঁর শো ‘ইন্ডিয়া গট ল্যাটেন্ট’-এ অশ্লীল মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। অসম এবং মুম্বাইয়ে তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। তবে সুপ্রিম কোর্ট সাময়িকভাবে তাঁকে গ্রেফতারের হাত থেকে রক্ষা করলেও, বিচারপতির কড়া তিরস্কার এড়াতে পারেননি।

শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারপতি রণবীরের মন্তব্যের তীব্র সমালোচনা করেন। বিচারপতি বলেন, “”আপনি জনপ্রিয় বলে যা ইচ্ছা তাই করতে পারেন না। সমাজকে আপনার মতো ভাবতে বাধ্য করতে পারেন না। আপনার ভাষা এতটাই নোংরা যে তা শুধুমাত্র আপনি উপভোগ করতে পারেন।”

সঙ্গে তিনি আরও বলেন, “”আপনার জনপ্রিয়তা এখন আপনার ভয় হয়ে দাঁড়িয়েছে। আপনি যে শব্দ ব্যবহার করেছেন, তাতে পুরো সমাজ লজ্জিত। মা-বাবা, মা-বোনরাও লজ্জিত বোধ করছেন। জনপ্রিয়তা যখন দায়িত্ব নিয়ে আসে, তখন তা আরও সতর্কভাবে পালন করা উচিত।”

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট রণবীরকে কিছু শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। তবে আদালতের তিরস্কার ভবিষ্যতে তাঁর কাজ এবং ভাষা ব্যবহারের ক্ষেত্রে একটি বড় প্রশ্নচিহ্ন রেখে দিয়েছে। রণবীর কি এই কঠোর ভর্ৎসনা থেকে শিক্ষা নিয়ে তাঁর স্ট্যান্ডআপের বিষয় এবং ভাষা পরিবর্তন করবেন? নাকি তিনি একই পথ ধরে চলবেন? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে এই ঘটনায় সমাজের বিভিন্ন অংশ তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে।