জয়পুরে পেট্রোল পাম্পে ট্রাক-ট্যাঙ্কারের সংঘর্ষে অগ্নিকাণ্ড! মৃত অন্তত ৫

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২০ ডিসেম্বর: এদিন সকালে জয়পুরের একটি পেট্রোল পাম্পে মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজি সংঘর্ষ হয়। যার ফলে গোটা জয়পুরের একটি পেট্রোল পাম্প বিধ্বংসী আগুনে পুড়ে যায়। খবর এসেছে, এই ঘটনায় ইতিমধ্যে চারজন মারা গিয়েছে এবং ১৫ জন গুরুতরভাবে আহত হয়েছে। আপাতত আগুন নেভানোর চেষ্টা চলছে ওই পেট্রল পাম্পে।

পুলিশ জানিয়েছে, ২০ শে ডিসেম্বর ভোরবেলায় পাঁচটা নাগাদ জয়পুর এই দুর্ঘটনাটি ঘটেছে। আজকের পেট্রোল পাম্পের সামনে একটি সিএনজি ট্রাম্প দাঁড়ানো ছিল। এবং হঠাৎ করে সেই সময় একটি গাড়ি এসে ধাক্কা মারে ওই পণ্যবাহী ট্রাককে। যার যারে সিএনজি ট্রাকের বিস্ফোরণ হয়। এবং দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে সারা পেট্রোল পাম্প। বেশ কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যায় আগুনের শিখা। ভাইরাল হয়ে যায় অগ্নিকাণ্ডের ভিডিও।

ঘটনাস্থল থেকে আহতদের নিয়ে যাওয়া হয় জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে। শুরু হয় আগুন নেভানোর কাজও। শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে। গুরুতর আহত আরও ৩৫ জন। অন্তত ২০টি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা যে গাড়িগুলিতে ধাক্কা মেরেছে ট্রাক, তার মধ্যে কোনও একটিতে রাসায়নিক ছিল প্রচুর পরিমাণে। আপাতত ঘটনাস্থলে আগুন নেভানোর জন্য দমকলের ২০টি ইঞ্জিন কাজ করছে। জয়পুরের জেলাশাসক জিতেন্দ্র সোনি জানিয়েছেন, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে।