আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২৬ ফেব্রুয়ারি: ছত্রিশগড়ে ঘটে গেছে সিনেমার মতন একটি ঘটনা। স্কুলের এক শিক্ষিকাকে একেবারেই পছন্দ নয়। সেই কারণেই স্কুলের মধ্যে ছক কষেছে পাঁচ পড়ুয়া তাকে উড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। আর সেই বিস্ফোরণে চতুর্থ শ্রেণীর ছাত্রী আহত হয়েছে। তবে পুলিশ ওই চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে আর একজনকে এখনও গ্রেফতার করা যায়নি, কারণ ওই অভিযুক্ত আত্মীয়ের বাড়িতে গিয়েছে। তারা সকলেই অষ্টম শ্রেণির পড়ুয়া। এমন ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বিলাসপুরের একটি এলাকার বেসরকারি স্কুলে অষ্টম শ্রেণি ওই পড়ুয়াদের তিনজন ছাত্রী আর বাকিরা ছাত্র। স্কুলের এক শিক্ষিকাকে তাদের কোনো কারণে পছন্দ না হওয়ায় তারা হঠাৎ করে স্কুলের মধ্যে বিস্ফোরণ করা চিন্তাভাবনা করা। আর সেই আইডিয়া থেকে অনলাইন থেকে কিভাবে বোম বানাতে হয় তার প্রক্রিয়াও শিখে নেয়,এমনটাই অভিযোগ। তারপর এক আত্মীয়ের পরিকল্পনা ব্যবহার করে অনলাইনে তা কিনেও ফেলে এক পড়ুয়া। পুলিশ সূত্রের দাবি, স্কুলের শৌচাগারের সিস্টার্নের ভিতরে সেটা রেখে দেওয়া হয়। বন্দোবস্ত করা হয়, ফ্লাশ করলেই বিস্ফোরণ ঘটবে।
এমন ঘটনায় বিস্মিত সকলে। ঘটনার দিন স্কুলে পরীক্ষা চলছিল। আচমকাই বিস্ফোরণে স্কুলটি কেঁপে ওঠার পর সকলে ছুটে আসেন শব্দ লক্ষ্য করে। পরে বিষয়টি পরিষ্কার হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কিন্তু কেন অভিযুক্তরা এমন কাজ করল? এক শিক্ষিকাকে অপছন্দের দিকটি উঠে এলেও কেন তাঁকে পছন্দ করত না পড়ুয়ারা সেটা এখনও জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।