আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,১ ফেব্রুয়ারি: বিহারে নাকি শুরু হচ্ছে বাজেট। এমনটাই তারা সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে। তবে কি মধ্যবিত্তের প্রাপ্তি বলতে আয়করে বড় ছাড়। এই কেন্দ্রীয় বাজেট নাকি বিহারের? এমনটাই আশঙ্কার ছবি কার্যত এমন প্রশ্নের মুখেই ঠেলে দিচ্ছে। শুধুমাত্র এখানেই শেষ নয়, সারা এক্স হ্যান্ডেল, ফেইসবুক জুড়ে মিম যুক্ত ছবি ও নানান রকমের ভিডিও।
মিমগুলিতে দেখানো হচ্ছে, অ্যানিম্যাল সিনেমার ছবি রণবীর কাপুরের। আর ছবির উপরে লেখা, ‘পাপা, ১৯৬ বার’, নিচে বসানো অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ছবি। তাতে লেখা, ‘বিহার, ৫৭৩ বার।’ অর্থাৎ অ্যানিম্যাল ছবিতে অভিনেতা যতবার ‘পাপা’ বলেছিলেন এদিন তার কয়েকগুণ বেশিবার ‘বিহার’ উচ্চারণ করেছেন অর্থমন্ত্রী। একটি ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি সমুদ্রে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর কোলে একটি বাচ্চা, তার উপর লেখা, ‘বিহার’। আরেকটি বাচ্চা প্রায় সমুদ্রে ডুবে গিয়েছে, তাতে লেখা ‘অন্য রাজ্য’। কোনও মিমে দুটি ছবি, উপরে নির্মলা সীতারমণ, নিচে পরেশ রাওয়ালের সিনেমার ছবি ব্যবহার করে লেখা, ‘….তু তো দেব মানষ নিকলা’। কোনও ভিডিওর উপরে লেখা, আয়করে বেড়েছে ছাড়, আর নিচে দেখা যাচ্ছে একেবারে পার্টির মেজাজে সকলে। কোনও ছবিতে দেখা যাচ্ছে, মোদিকে কাঁধে নিয়ে ঘুরছেন যুবকেরা।
এখানেই শেষ নয়। বাজেট পেশ পর্ব শেষ হতেই এরকম কয়েকশো মিমে ছেয়ে গিয়েছে নেট দুনিয়ায়। চলুন দেখে নেওয়া যাক।
উল্লেখ্য, এবারের বাজেটে বিহারকে কার্যত দুহাত ভরে দিয়েছে মোদি সরকার। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি-সহ একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তার মধ্যে রয়েছে পাটনা বিমানবন্দর সম্প্রসারণ, শিল্প ও পরিষেবা পরিকাঠামো উন্নয়নের জন্য চারটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর, একটি ব্রাউনফিল্ড বিমানবন্দর। পাটনা আইআইটিতে পড়ুয়ার সংখ্যা বাড়ানোর জন্যও বরাদ্দ করা হয়েছে। মাখনা চাষিদের জন্য আলাদা করে মাখনা বোর্ড গঠনের কথা ঘোষণা করা হয়েছে। মিথিলাঞ্চল এলাকার ৫০ হাজার হেক্টর জমিতে চাষবাসের জন্য কুশি খাল প্রকল্প খননে কেন্দ্রীয় সহায়তার কথাও জানিয়েছেন নির্মলা সীতারমণ।