আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার, ২৩ ডিসেম্বর: সুন্দরবনের বাসন্তী এলাকায় নতুন করে আতঙ্কে ছায়া। হঠাৎ করেই বাঘের পায়ের ছাপ দেখা গেল। তবে কি রাতের অন্ধকারে গ্রামে হানা দিয়েছে বাঘ? পুরুলিয়ার বান্দোয়ানে এখন বাঘের আতঙ্ক তাড়া করছে। বাঁকুড়ার জঙ্গলেও এবং তার আশেপাশের রাজ্যে কয়েক দিন ধরে একটি বাঘ ঘোরাফেরা করছে। পশ্চিমবঙ্গের দুই জেলায় চলছে ‘বাঘবন্দি খেলা’ চলছে। সুন্দরবনের লোকালয় থেকে পাওয়া গেছে বাঘের পায়ের ছাপ।
গতকাল রাতে বাসন্তীর হিরন্ময়পুর এলাকার রাস্তার ধারে বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। বাদা বনের পাশে থাকা স্থানীয়রা তা দেখে বেশিক্ষণ বাইরে থাকেননি। তাই সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন বাঘের পায়ের ছাপ আরও কয়েকটি জায়গায় পাওয়া গেছে। এরপরই আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। তাহলে গ্রামের মধ্যে রাতে বাঘ ঘুরে বেড়াচ্ছে? দিনের বেলায় গ্রামের ভিতরেই কি ঘাপটি মেরে থাকছে সে? রাতে হানা দেওয়ার ফন্দি আঁটছে? সেইসব প্রশ্ন ভাবাচ্ছে বাসিন্দাদের।
বনদপ্তরকে খবর পাঠানো হয়। বনকর্মীরা ওই এলাকায় গিয়েছেন। বাঘের পায়ের ছাপ পরীক্ষা করে দেখা হচ্ছে, সেটি কতটা টাটকা? এলাকায় তল্লাশিও চালানো হতে পারে বলে খবর। চলতি এক সপ্তাহে সুন্দরববনের একাধিক জায়গায় বাঘের হানার ঘটনা সামনে এসেছে। সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরতে গিয়ে দুজন মারা যায়। দিন কয়েক আগে মইপীঠ এলাকায় বাঘের হানায় জখম হয় এক কিশোর। একের পর এক বাঘের হানার ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে সুন্দরবনের এলাকার বাসিন্দাদের।