নবদ্বীপে নাবালিকার জোরপূর্বক বিয়ে: গ্রেপ্তার এক মহিলা, মামলা আটজনের বিরুদ্ধে

আজ এখন নিউজ ডেস্ক, 23 জানুয়ারি: নদিয়ার নবদ্বীপের ইদ্রাকপুর এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে জোরপূর্বক ৪৫ বছর বয়সি বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগের ভিত্তিতে নবদ্বীপ থানার পুলিশ মূল অভিযুক্ত মাধবী ঘোষকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত কৃষ্ণনগর কোতোয়ালি থানার দিগনগরের বাসিন্দা মাধবীর বিরুদ্ধে পস্কো আইন ও চাইল্ড ম্যারেজ অ্যাক্টের ধারায় মামলা রুজু করা হয়েছে। বাকি সাতজন অভিযুক্ত পলাতক, তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি ইদ্রাকপুর এলাকার এক বাড়িতে নাবালিকাকে এনে তুলসীতলায় ৪৫ বছর বয়সি বৃদ্ধ বুদ্ধদেব ঘোষের সঙ্গে বিয়ে দেওয়া হয়। নাবালিকার দিদির অভিযোগ অনুযায়ী, ঠাকুমা ও মাসি তাঁকে দিদার বাড়ি নিয়ে যাওয়ার নাম করে এই বিয়ের পরিকল্পনা করে। ঘটনার কথা জানতে পেরে নাবালিকার দিদি নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে নবদ্বীপ থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে নাবালিকাকে উদ্ধার করে। এরপর তদন্তে নেমে বড়ালঘাট এলাকা থেকে মাধবী ঘোষকে গ্রেপ্তার করা হয়। ধৃত মহিলাকে কৃষ্ণনগর বিশেষ আদালতে পেশ করা হয়েছে। ঘটনায় দুই পরিবারের মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকার দিদির অভিযোগ অনুযায়ী, পরিবারেরই কয়েকজন এই বেআইনি বিয়ের পরিকল্পনা করে। আইন অমান্য করে এমন অপরাধের সঙ্গে জড়িতদের কড়া শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।