উত্তরবঙ্গের জঙ্গলে প্রবেশ ফি মকুব: পর্যটকদের জন্য সুখবর

আজ এখন নিউজ ডেস্ক, 24 জানুয়ারি: উত্তরবঙ্গের জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলিতে প্রবেশের জন্য আর কোনও ফি দিতে হবে না পর্যটকদের। হ্যাঁ ঠিকই শুনেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্প, গোরুমারা, জলদাপাড়া এবং দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্র–সহ উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গল এলাকা এখন পর্যটকদের জন্য বিনামূল্যে খুলে দেওয়া হয়েছে।

বুধবার আলিপুরদুয়ারে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি নেওয়ার বিষয়টি জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন। এরপরই বন দপ্তর দ্রুত পদক্ষেপ করে ফি মকুবের নির্দেশ জারি করে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই বক্সা, জলদাপাড়া এবং গোরুমারার মতো জঙ্গল এলাকায় এই নিয়ম চালু হয়েছে।

গোরুমারার বিভিন্ন নজরমিনারে প্রবেশের জন্য এতদিন পর্যটকদের ২০০ থেকে ২৯০ টাকা পর্যন্ত খরচ করতে হতো। এর সঙ্গে রোড ফি এবং জিপসি পার্কিংয়ের মতো অতিরিক্ত খরচের কারণে অনেক মধ্যবিত্ত পর্যটক জঙ্গল ভ্রমণ থেকে বিরত থাকতেন। এবার সেই বাধা অনেকটাই দূর হল।

বন দপ্তরের নতুন নির্দেশে, গোরুমারার যাত্রপ্রসাদ, চাপড়ামারি, মেদলা এবং চুকচুকি নজরমিনারে পর্যটকদের জন্য কোনও প্রবেশ ফি লাগবে না। এছাড়া, জিপসি পার্কিং ফি-ও বাতিল করা হয়েছে। ফলে গাইড এবং জিপসি ভাড়ার খরচ বাদে পর্যটকদের আর কোনও ফি দিতে হবে না।

বন দপ্তরের তরফে জানানো হয়েছে, নতুন নিয়ম শুক্রবার থেকেই কার্যকর হয়েছে। ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে উত্তরবঙ্গের পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব পড়বে। পর্যটকসংখ্যা বৃদ্ধি পেলে স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে। ডুয়ার্স ডেভেলপমেন্ট ফোরামের সম্পাদক দিব্যেন্দু দেব এই প্রসঙ্গে বলেন, “জঙ্গলে প্রবেশ ফি মকুব হওয়ায় পর্যটকেরা আরও বেশি করে উত্তরবঙ্গের অরণ্য ভ্রমণে উৎসাহী হবেন। এটি স্থানীয় ব্যবসায়ীদের জন্যও বেশ লাভজনক হবে।”