প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার ভাই, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের

আজ এখন নিউজ ডেস্ক, 3 ডিসেম্বর: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডার বড় ভাই ভীমসেন মুন্ডা মঙ্গলবার ভোরে জামশেদপুর টাটা মোটরস হাসপাতালে প্রাণ ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর শুনে, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওড়িশার রাজ্যপাল রঘুবর দাস, কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ শোক প্রকাশ করেছেন।

তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই তথ্য দেওয়ার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা জানান, ‘দুঃখের সঙ্গে আমাকে জানাতে হচ্ছে যে, আমার অভিভাবক, আমার বড় ভাই শ্রদ্ধেয় ভীমসেন মুন্ডা জি আর আমাদের মধ্যে নেই। এই ব্যথা অসহনীয় এবং কেউ তাঁর ক্ষতি পূরণ করতে পারে না। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতার সাথে লড়াই করে আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন।

শেষ যাত্রার তথ্য দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ভীমসেন মুণ্ডার শেষ যাত্রা সম্পর্কে তথ্য দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ মঙ্গলবার সকাল 11:30 টায় এটি ভুঁইয়াডিহ ঘাটের উদ্দেশ্যে ঘোডা বাঁধের বাসভবন থেকে রওনা হবে। অন্যদিকে, ভীমসেন মুণ্ডার মৃত্যুর খবর পেয়ে ঘোড়াবান্ধায় অর্জুন মুণ্ডার বাড়িতে প্রচুর মানুষ ছুটছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন।’