আজ এখন নিউজ ডেস্ক, 10 জানুয়ারি: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ওড়িশার প্রাক্তন রাজ্যপাল রঘুবর দাস আজ অর্থাৎ শুক্রবার (10 জানুয়ারি, 2025) ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্যপদ নিতে চলেছেন৷ বিজেপির সদস্যপদ নেওয়ার পর সাংবাদিক সম্মেলনেও বক্তব্য দেবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঝাড়খণ্ড বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, বিজেপির কার্যকরী সভাপতি ড. রবীন্দ্র কুমার রাই, আঞ্চলিক সংগঠনের সাধারণ সম্পাদক নগেন্দ্র ত্রিপাঠি, রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক কর্মবীর সিং এবং রাজ্য সদস্যপদ ইনচার্জ রাকেশ প্রসাদ।
রঘুবর দাস 31 অক্টোবর 2023 থেকে 2 জানুয়ারী 2025 পর্যন্ত ওড়িশার রাজ্যপাল ছিলেন। তিনি ওড়িশার 26 তম রাজ্যপাল হন। ওড়িশার রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার আগে তিনি বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এখন রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়ে আবারও দলের সদস্যপদ নিতে চলেছেন তিনি। সক্রিয় রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়েছেন রঘুবর দাস। তিনি ধর্মান্তরিতকরণের বিরুদ্ধে প্রচারণা চালাবেন বলেও জানিয়েছেন।
ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের একটি সংস্থা চালানো থেকে শুরু করে সরকার চালানোর অভিজ্ঞতা রয়েছে। টানা ৫ বছর মুখ্যমন্ত্রী হিসেবে শাসন করার রেকর্ড রয়েছে তার। 2019 সালে, বিজেপি সর্বাধিক সংখ্যক আসন জিতেছিল। এরপর রঘুবর দাসকে মুখ্যমন্ত্রী করে দল। শপথ নেওয়ার পর রঘুবর দাস বলেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী নন, জনগণের সেবক। জনসেবক হিসেবে কাজ করবেন তিনি।
উল্লেখ্য, ২ দিন আগে রঘুবর দাস বলেছিলেন, ‘তিনিই মুখ্যমন্ত্রীই থাকবেন। মুখ্যমন্ত্রী মানে সাধারণ মানুষ। বিজেপির সদস্যপদ নেওয়ার পর তিনি সাধারণ কর্মীর মতো কাজ করবেন। দল তাকে কোনো দায়িত্ব দিলে তিনি তা আন্তরিকতার সঙ্গে পালন করবেন।’