গাড়োয়ায় গজরাজের আতঙ্ক, পিষে মৃত্যু গ্রামীণ মহিলা সহ ৮ জনের

আজ এখন নিউজ ডেস্ক, 29 ডিসেম্বর: বন্য হাতিরা তাণ্ডব চালাচ্ছে গাড়োয়া জেলার দক্ষিণ বনাঞ্চলে। শনিবার রাতে গ্রামের এক মহিলা এক বন্য হাতির শিকার হন। একদল হাতি তাকে পিষে মেরে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতের নাম ভগমান্য করিন (৬৫ বছর), তিনি ভান্ডারিয়ার কোরহাটির বাসিন্দা। খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনা খতিয়ে দেখেন।

গ্রামবাসীরা জানান, শনিবার ভান্ডারিয়া বাজারে গিয়েছিলেন ওই মহিলা। কিন্তু গভীর রাত পর্যন্ত বাড়িতে না পৌঁছালে, তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন জানতে পারেন, বাজার থেকে ফেরার সময় তিনি এক আত্মীয়ের বাড়িতে গেছেন। স্থানীয় লোকজনের বক্তব্য, গভীর রাতে সেখান থেকে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন ওই মহিলা। এসময় বন্য হাতির পাল তাকে আক্রমণ করলে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। শনিবার গভীর রাতে গাড়োয়ার বন বিভাগ খবর পায় যে, ভান্ডারিয়া এলাকায় হাতির পাল রয়েছে। এরপর বন দফতরের একটি দল সাইরেন বাজিয়ে ওই এলাকার লোকজনকে সতর্ক করে।

শনিবার রাতে বন্য হাতির আক্রমণে ওই নারীর মৃত্যু সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল আটজন। চলতি বছরের শুরুর দিকে হাতির পাল সাতজনকে হত্যা করেছিল। বালিগড়ের নাগেশ্বর সিং, পাররোর সুভাষ সিং, মাহরু ডিলার, জনিখণ্ডের চুটিয়ার রামশাকাল সিং, বাইরিয়ার স্বাতি মিঞ্জ এবং রামকান্দার আপপারটোলার বাসিন্দা সীতারাম মোচি বন্য হাতির আঘাতে মারা গেছেন।