গ্বালিয়রের মেডিক্যাল কলেজে ধর্ষণ! অভিযুক্ত তারই এক সহকর্মী

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৭ জানুয়ারি: আরজিকর হাসপাতালে কয়েক মাস আগে যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমরা সবাই অবগত। এরপর মধ্যপ্রদেশের গ্বালিয়রের মেডিকেল কলেজে ঘটে গেছে আর এক ধর্ষণের ঘটনা। জানা গেছে ওই জুনিয়র চিকিৎসককে তার হোস্টেলে ধর্ষণ করা হয়। এবং অভিযুক্ত তারই এক সহকর্মী। যার জেরে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে।

গ্বালিয়রের সরকারি মেডিক্যাল কলেজের একটি পরিত্যক্ত হস্টেলে রবিবার দিন এই ঘটনাটি ঘটে। যাকে ধর্ষণ করা হয়েছে এবং অভিযুক্ত, তারা দুজনের বয়স ২৫ বছর। গতকাল গাওয়ালিয়ারের পুলিশ অশোক জাদন বলেন, ও জুনিয়ার ডাক্তার গজরাজ মেডিক্যাল কলেজের ছাত্রী। তিনি হোস্টেলে থেকে পড়াশোনা চালাতেন। এবং অভিযুক্ত তারই সহপাঠী ছিল। ওই মর্মান্তিক ঘটনার দিন অভিযুক্ত ওই নির্যাতিতাকে হোস্টেলে ডেকে পাঠান। অভিযোগ, সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। পরে তাঁকে হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ।

ওই জুনিয়র ডাক্তার কম্পু থানায় অভিযোগ দায়ের করেন। এবং পুলিশ অভিযুক্তাকে গ্রেফতার করে
তবে গত ৫ ই জানুয়ারি অভিযুক্ত একা ছিলেন কি না? আর সেদিন কি ঘটেছিল? এই বিষয় পুলিশ খতিয়ে দেখছে। সেই সঙ্গে মেডিক্যাল কলেজের অন্য পড়ুয়াদেরও বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা।

গত ৯ অগস্ট আরজি করের সেমিনার রুমে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটে। তদন্তে নেমে কলকাতা পুলিশ এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। পরে সিবিআই এই ঘটনার তদন্তভার হাতে নিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। মামলার চার্জশিটে এখনও পর্যন্ত ধর্ষণ-খুনের ঘটনায় সিভিক ভলান্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে। বিচারপ্রক্রিয়াও চলছে। অন্য দিকে, আরজি করের ঘটনায় বাংলা তো বটেই দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় ওঠে। নির্যাতিতার জন্য বিচারের দাবিতে পথে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা। বিক্ষোভ, মিছিল, অবস্থান, অনশন— আরজি কর-কাণ্ডে দেখা গিয়েছে প্রতিবাদের নানা ভাষা। সেই রেশ কাটতে না কাটতেই গ্বালিয়রে একই অভিযোগ উঠল।