আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,১০ মার্চ: তৃণমূল কংগ্রেস আবারও ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে ক্রমে চাপ বাড়াচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় ভূতুড়ে ভোটারের খোঁজ পাওয়া যাচ্ছে। এবার বাঁকুড়ায় তৃণমূলের মন্ত্রী-নেতা, কর্মীরা ভোটার লিস্ট নিয়ে এলাকায় ঘুরছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় সোমবারও ভোটার তালিকার একাধিক গরমিল দেখা গিয়েছে।
তৃণমূলের লোকজন বাঁকুড়া শহরে বাড়ি বাড়ি ঘুরছিলেন। ভোটার তালিকায় রয়েছে মৃত ব্যক্তির নাম। একজন, দু’জনের নয়। ওই তালিকা মোট ২৮ জন মৃত ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। সেই বিষয়গুলি চিহ্নিত করা হয়েছে। তবে আগামীদিনে সামনে আসতেই পারে অনেক গরমিল। এমনটাই আশা করা হচ্ছে। বাগদাতেও অনেক ভূতুড়ে ভোটারের সন্ধান মিলেছে। বাগদায় ১৩ টি বুথে ৪১৮ জন ভূতুড়ে ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে। আরও একাধিক জায়গার তালিকায় বিভ্রাট দেখা যাবে। সেই কথা আন্দাজ করছেন স্থানীয় নেতৃত্ব।
একাধিক বিধানসভায় দুই জায়গায় এদিকে মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভিপতির নাম পাওয়া গিয়েছে। ডোমকলের সারাংপুর অঞ্চলের তৃণমূল সভাপতি বাসির মোল্লার নাম রয়েছে বর্তমান বাসস্থান কলাবেড়িয়ার ৭২১ নম্বর সিরিয়ালে। অন্যদিকে গ্রামের নাম রয়েছে বেনিয়াখালির বুথের ২২৬ নম্বর সিরিয়ালে। তৃণমূলের সারাংপুর অঞ্চল সভাপতি বাসির মোল্লার প্রশ্ন “বিরোধীরা কী করছি্লেন এত দিন! ওরা জানে দীর্ঘদিন ধরে আমি বেনিয়াখালিতে থাকি না। অভিযোগ দিয়ে কেন তাঁরা নাম কাটাননি?” ওই কথার উত্তরে সিপিএমের ডোমকল এড়িয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা বলেন, “আমরা বারবার অভিযোগ করেছি। কিন্তু নাম বাদ দেওয়া হয়নি।”
ভুতুড়ে’ ভোটার নিয়ে দিল্লিতে আরও চাপ বাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এপিক নম্বর আগামী ৩ মাসের মধ্যে সরানো হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই বিষয়েই এবার জাতীয় নির্বাচন কমিশনকে স্মারকলিপি দেবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১০ জন সাংসদ আগামিকাল মঙ্গলবার বিকেলে দেখা করবেন সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে।