আজ এখন নিউজ ডেস্ক, 13 জানুয়ারি: কোচবিহারের মাথাভাঙার হাজারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় সোমবার সকালে ঘটে গেল চাঞ্চল্যকর এক দুর্ঘটনা। বাড়ির কাছের বাগানে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে গুরুতরভাবে আহত হল ১০ বছরের এক শিশু। আহত চন্দ্রকুমার বর্মনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সূত্রের খবরে জানা গিয়েছে, খেলার সময় বাগানের মধ্যে পড়ে থাকা একটি বোমা হঠাৎ বিস্ফোরিত হয়ে যায়। বিস্ফোরণের তীব্রতায় চন্দ্রকুমারের হাত-পায়ে গুরুতর চোট লাগে। স্থানীয়দের অনুমান, খেলতে গিয়ে অসাবধানতাবশত বোমায় পা পড়ে গিয়েছিল শিশুটির। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাগানে বোমাটি কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, দিন কয়েক আগেই ওই এলাকায় দুষ্কৃতীদের সংঘর্ষে ব্যাপক বোমাবাজি হয়েছিল। সম্ভবত তখনই কোনও বোমা ফেটে না গিয়ে পড়ে ছিল, যা এদিনের দুর্ঘটনার কারণ হতে পারে।
পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিস্ফোরণটি সুতলির বোমা থেকেই ঘটেছে। বাগান চত্বরে আরও কোনও বোমা লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। প্রসঙ্গত, চলতি মাসেই দিনহাটায় বোমা বিস্ফোরণের ঘটনায় দুই শিশু আহত হয়েছিল। একের পর এক এমন ঘটনার পুনরাবৃত্তি শিশুর সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে। স্থানীয়দের দাবি, এমন বিপজ্জনক বস্তুর মজুদ বন্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।