উড়ান যাত্রীদের জন্য সুখবর! এবার দমদম বিমানবন্দরে পাওয়া যাবে

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৩ ডিসেম্বর: চা খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। আর আর মোড়ে মোড়ে ১০ টাকার চা চাইলেই পাওয়া যায়। তবে এই দামে পাওয়া যাবে বিমানবন্দরে চা? তবে সেসব এখন অতীত। এখন থেকে মাত্র ১০ টাকায় কলকাতা বিমানবন্দরে পাওয়া যাবে চা। আপ সাংসদ রাঘব চাড্ডা এই বিষয়ে খুশি হয় নিজের x হ্যান্ডেলে পোস্ট করে ‘ভালো লাগছে’ বলে দাবি করেছেন।

তিনি আগাগোড়াই বিমানবন্দরের অতিরিক্ত খাবারের দামে নিয়ে সুর চড়ান। রাঘব চাঁড্ডা বলেন, বিমানবন্দরে এক কাপ চায়ের দাম ২০০-২৫০,জলের দাম ১০০ টাকা। যা কিনতে গেলে বহু মানুষের আমজনতার পকেটে ছেঁকা লাগে। সাধারণ মানুষকে জল কিনতে গেল দুবার ভাবতে হয়। এই সমস্যার সমাধানে কেন বিমানবন্দর গুলির সস্তার ক্যাফেগুলি খোলা হয় না, সেই বিষয়ে প্রশ্ন তুললেন তিনি। আর মাত্র কয়েকদিনের মধ্যে কলকাতা বিমানবন্দরে খুলল ‘উড়ান যাত্রী ক্যাফে’।

তিনি লেখেন, “পরিবর্তন দেখে খুশি। আমি শীতকালীন অধিবেশনে এই সমস্যা নিয়ে বলেছিলাম। কলকাতা বিমানবন্দরে চায়ের দাম কমে গিয়েছে। এটা সাধারণ মানুষের জয়। পরিবর্তনের কারণ হতে পেরে গর্বিত। অন্যান্য বিমানবন্দরেও আশা করি সাধ্যের মধ্যে খাবারের দাম হবে।” পরবর্তী অধিবেশনে আর কোন কোন ইস্যু তুলে ধরবেন, সে প্রশ্নও সাধারণ মানুষের উদ্দেশে ছুঁড়ে দেন আপ সাংসদ।