হাদি মাতার হবে অন্তত ৩০ বছরের জেল!সলমনের দোষী গ্রেফতার

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ২২ ফেব্রুয়ারি: সলমন রুশদির হলেন ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখক তথা বুকারজয়ী লেখক। বেশ কয়েকদিন ধরে উপরে হামলায় দোষী সাব্যস্ত হাদি মাতার ধরা পড়েছে। আগামী ২৩ এপ্রিল নিউইয়র্কের আদালতে ২৭ বছরের আততায়ীর ন্যূনতম ৩০ বছরের কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই ঘটনার বিচার প্রক্রিয়া কয়েকদিন আগেই শুরু হয়েছিল। ৭৭ বছরের সাহিত্যিক রুশদিরকে কোন সংশয় ছাড়াই গায়ের জোরে বার বার ছুরির কোপ মারা হয়েছিল, এমনটাই দাবি তাঁর আইনজীবীর। এবং তার বিরুদ্ধে ‘খুনের চেষ্টা’ ও ‘সশস্ত্র হামলা’র অভিযোগ আনা হয়। বহু কষ্টের পর মাতারকে বলে দোষী সাব্যস্ত করা হয়েছে। ওই যুবকের কথায় তার বিরুদ্ধে যে যে ধারায় অভিযোগ আনা হয়েছে, তাতে করে হাদি মাতাদের অন্তত ৩০ বছরের সাজা হওয়ার কথা।

প্রসঙ্গত, হামলার দিন নিউ ইয়র্কের চাউটাউকুয়া ইন্সটিটিউশনে ভাষণ দিতে পৌঁছন রুশদি। ঠিক ছিল সেখানে ‘আমেরিকায় শরণার্থী লেখকেরা’ বিষয়ের উপর প্রখ্যাত সাহিত্যিকের সঙ্গে কথা বলবেন সঞ্চালক হেনরি রিস ৷ আলোচনা হওয়ার কথা ছিল আগামী বছর প্রকাশ্যে আসতে চলা রুশদির উপন্যাস ‘ভিকট্রি সিটি’ নিয়েও৷ কিন্তু সে সব অধরাই থেকে যায়৷ মঞ্চে আসতেই তাঁর দিকে তেড়ে যায় এক ব্যক্তি। এই অতর্কিত আক্রমণে স্তম্ভিত হয়ে যান সকলেই। অত্যন্ত দ্রুততার সঙ্গে রুশদিকে উপর্যুপরি ছুরির আঘাত করে ওই ব্যক্তি। তাঁকে কিল-চড়ও মারে হামলাকারী। সংবিৎ ফিরে পেয়েই হামলাকারীকে ধরে ফেলেন সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীরা। রুশদিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক চোখের দৃষ্টিশক্তি ও একটি হাত নাড়াচাড়া করার শক্তি হারিয়েও দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন রুশদি। এদিকে জানা যায়, হামলাকারীর নাম হাদি মাতার। সেই সময় তার বয়স ছিল ২৪। সে নিউ জার্সির বাসিন্দা ছিল।