আজ এখন নিউজ ডেস্ক, 28 জানুয়ারি: নদিয়ার তেহট্টে বিএসএফ ব্যারাকের একটি কক্ষ থেকে এক জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত জওয়ানের নাম বিক্রম ধোবি (২৬), তিনি রাজস্থানের বাসিন্দা। কর্মসূত্রে তেহট্টে ১৬১ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীতে নিযুক্ত ছিলেন এবং নিউ পাথরঘাটা ক্যাম্পে থাকতেন।
সোমবার সন্ধ্যায়, দৈনিক রোল কলের সময় বিক্রমকে অনুপস্থিত পেয়ে সহকর্মীরা খোঁজ শুরু করেন। এরপর ক্যাম্পের একটি কক্ষে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। দ্রুত তাঁকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে তেহট্ট থানার পুলিশ ক্যাম্পে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে বিক্রমের সহকর্মীদের সঙ্গে কথা বলে এবং তাঁর সাম্প্রতিক আচরণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোের্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত করা হবে এবং রিপোর্ট পাওয়ার পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনাটি আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে এখনো ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন।