স্বাস্থ্যভবনের নতুন নিয়ম! মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে দিতে হবে প্রতি দুর্ঘটনার ‘ডেথ রিপোর্ট’

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৮ ডিসেম্বর: স্বাস্থ্য ভবনে প্রায় অনেকদিন আগে থেকে পথদুর্ঘটনার প্রতিটি ডেথ অডিট জমা দেওয়ার কথা বলা হয়েছে। তবে কোনও হাসপাতাল কার্যত সেই বিষয়ে তেমন আমল দিত না। তাই স্বাস্থ্য ভবন এখন রীতিমতো বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, কোন পথ দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি করা, চিকিৎসা করা এবং কোন কারণে মৃত্যু হল বা সুস্থ হলে ঠিক কী ধরনের চিকিৎসা এবং কতদিন ধরে হয়েছে তার পূর্ণাঙ্গ বিবরণ নির্দিষ্ট রিপোর্টের নথিভুক্ত করা হবে। সোমবার দিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে হাসপাতালগুলিকে প্রতিটি দুর্ঘটনায়।

স্বাস্থ্য দপ্তর থেকে জানিয়েছে, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে গত সপ্তাহে স্বাস্থ্যদপ্তরের প্রধান সচিবের উপস্থিতিতে জেলা স্বাস্থ্য কর্তা এবং হাসপাতাল ও মেডিক্যাল কলেজের আধিকারিকদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়েছে। এখন প্রশ্ন হল, পথ দুর্ঘটনায় মৃত্যুর পর স্বাভাবিক নিয়মেই ময়নাতদন্ত হয়। তবে ডেথ অডিট কেন? স্বাস্থ্যদপ্তরের কর্তাদের অভিমত, ডেথ অডিট হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মিলবে। তার উপর ভিত্তি করে পথ দুর্ঘটনার সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব।

এ ছাড়াও পথ দুর্ঘটনাস্থলের কাছাকাছি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে পরিবর্তন করা দরকার কী না- প্রয়োজনে সেই পদক্ষেপ ও করতে পারে স্বাস্থ্যদপ্তর। বিজ্ঞতিতে আরও বলা হয়েছে, জেলা থেকে প্রাপ্ত ডেথ অডিট রিপোর্ট পুর ও নগরোন্নয়ন দপ্তরকে পাঠানো হবে। যাতে হাসপাতালের পরিকাঠামো বদল করতে সুবিধা হয়।