মথুরায় হাইওয়েতে দ্রুতগামী ট্রাক ও ট্রাক্টরের মধ্যে প্রবল সংঘর্ষ, নিহত ৩ জন

আজ এখন নিউজ ডেস্ক, 29 ডিসেম্বর: ট্রাক ও ট্রাক্টরের মধ্যে প্রবল সংঘর্ষ! ছাতা কোতোয়ালি থানা এলাকায় একটি চিনিকলের সামনে রবিবার সকালে একটি ট্রাক্টর ট্রলি এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হওয়ায় নিহত হয়েছেন তিনজন। আহত হয়েছে আরও একজন। ছাতা থানার ইনচার্জ পরিদর্শক (এসএইচও) সঞ্জয় কুমার ত্যাগী এই প্রসঙ্গে জানান, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান এবং হাসপাতালে আরও দুজন মারা যান। একটি দ্রুতগামী ট্রাক ওভারটেক করতে গিয়ে ইট বোঝাই একটি ট্রাক্টর ট্রলিকে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে খবর, দুটি গাড়িই ছাতা থেকে মথুরার দিকে যাচ্ছিল। মৃতদের নাম উমেশ, পুরান সিং এবং ট্রাক চালক প্রিন্স। পুরান সিং ট্রাক্টরে ছিলেন। দুর্ঘটনায় আহত তিনজনকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর পুরান সিং এবং প্রিন্সকে মৃত বলে ঘোষণা করা হয়। পাশাপাশি, ঘটনাস্থলেই মৃত্যু হয় উমেশের। তবে নিহতের বয়স এখনও পর্যন্ত জানা যায়নি। অপরদিকে, ধর্মেন্দ্র যাদব নামে একজনের অবস্থা গুরুতর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লাশগুলো ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।